Indiahood-nabobarsho

শুরুতেই সেরার তালিকায় চিরসখা, পারুল না কথা এসপ্তাহে ছক্কা হাঁকালো কে? দেখুন TRP তালিকা

Published on:

6th Feb Target Rating Point Rating of Bengali Serials

পার্থ সারথি মান্না, কলকাতাঃ প্রতিসপ্তাহে বৃহস্পতিবার মানেই বাঙালি দর্শকদের হার্টবিট কিছুটা হলেও বেড়ে যায়। কারণ পছন্দের ধারাবাহিকের রেজাল্ট এদিনেই প্রকাশ্যে আসে। হ্যাঁ, টার্গেট রেটিং পয়েন্টের (Target Rating Point) কথাই বলছি। জি বাংলা হোক বা ষ্টার জলসা প্রতিটা চ্যানেলের মেগার ভবিষ্যৎ নির্ভর করে এই টিআরপির উপরেই। ইতিমধ্যেই এসপ্তাহের তালিকা প্রকাশ্যে এসেছে। কে হল বেঙ্গল টপার? চলুন দেখে নেওয়া যাক।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কে হল বেঙ্গল টপার? TRP List This Week

গতসপ্তাহের মত এসপ্তাহেও টিআরপি লিস্টে ছক্কা হাঁকিয়েছে ‘পরিণীতা’। সবাইকে টেক্কা দিয়ে ৮ পয়েন্ট পেয়েছে পারুল ও রায়ানের জুটি। ধারাবাহিকে চলছে বিয়ের টানটান উত্তেজনার পর্ব। যেখানে দাদু নিজের পছন্দের পাত্রের সাথেই রাখা দিদির বিয়ে দেবে বলে ঠিক করে। যদিও পরিণীতা দাদুকে প্রশ্ন করেছে যে তার পছন্দ করা ছেলেই যে ঠিক হবে সেটার কি মানে আছে! অবশ্য পরিণীতার কাহিনী যেমন দর্শকদের আকর্ষণ করেছে তেমনি সেরা পাঁচের বাকি মেগাও কম যায়নি।

এসপ্তাহের সেরা পাঁচ

এসপ্তাহে সামান্য কিছু পয়েন্টের জেরে দ্বিতীয় স্থানে রয়েছে ষ্টার জলসার ‘কথা’। এসপ্তাহে ৭.৪ পয়েন্ট পেয়েছে অগ্নিভ-কথার কাহিনী। মায়ের কথাই বিয়ের পিঁড়িতে বসতে চলেছে এভি, তবে কিভাবে সেটা বদলে কথাকেই আবার কাছে টেনে নেবে সে এটাই দেখার। এরপর তৃতীয় স্থানে রয়েছে এক বা দুটো নয় মোট তিনটি মেগা। জি বাংলার ফুলকি, জগদ্ধাত্রী থেকে ষ্টার জলসার গীতা LLB তিনজনেরই এসপ্তাহের টিআরপি পয়েন্ট ৭.২। এরপর চতুর্থ স্থানে রয়েছে কোন গোপনে মন ভেসেছে, যেটা ৭.১ পয়েন্ট পেয়েছে। আর পঞ্চম স্থানে রয়েছে রাঙ্গামতি তীরন্দাজ। চলুন এবার দেখে নেওয়া যাক সেরা দশের তালিকা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুনঃ প্রথমবার হবে দুর্দান্ত ব্যবস্থা, ত্রিবেণীর কুম্ভ মেলার পাশে দাঁড়াল পশ্চিমবঙ্গ সরকার

বাংলা সিরিয়ালের সেরা দশের টিআরপি । Bengali Serial Top 10 Serial TRP

পরিণীতা – ৮.০
কথা – ৭.৪
ফুলকি, গীতা LLB, জগদ্ধাত্রী – ৭.২
কোন গোপনে মন ভেসেছে – ৭.১
রাঙ্গামতি – ৭.০

উড়ান – ৬.০
মিত্তির বাড়ি – ৫.৯
আনন্দী – ৫.৮
গৃহপ্রবেশ – ৫.২
চিরসখা, তেঁতুলপাতা – ৫.১

আরও পড়ুনঃ আচমকাই বন্ধ একাধিক সিরিয়ালের শুটিং! আসবে না নতুন পর্ব? চিন্তায় দর্শকেরা

যেমনটা দেখা যাচ্ছে শুরুতেই সেরা দশে প্রবেশ করেছে সুদীপ মুখোপাধ্যায় ও অপরাজিতা ঘোষের নতুন মেগা। এছাড়া রিয়েলিটি শোয়ের মধ্যে ‘দিদি নম্বর ১’ এর সানডে ধামাকা পর্ব পেয়েছে ৪.৯ ও সারেগামাপা পেয়েছে ৫.২ পয়েন্ট।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group