ধারে কাছেও নেই কেউ! দূর্গা না পারুল কে হল মাসের শুরুতে বেঙ্গল টপার? দেখুন TRP লিস্ট

Published on:

Bengali Serial TRP List 6th March

পার্থ সারথি মান্না, কলকাতাঃ প্রতিদিন যেমন বিকেল হলে টেলিভিশনের সামনে পছন্দের সিরিয়ালের জন্য অপেক্ষায় থাকেন দর্শকেরা তেমনি বৃহস্পতিবার হলেই টার্গেট রেটিং পয়েন্টের জন্য অপেক্ষা শুরু হয়। জি বাংলা নাকি ষ্টার জলসা কোন চ্যানেল ও কোন মেগার জনপ্রিয়তা সবচেয়ে বেশি সেটা এই টিআরপি লিস্ট দেখলেই স্পষ্ট হয়ে যায়। বিগত কয়েক সপ্তাহ ধরে জি বাংলার দখলেই থাকছে সেরা পাঁচ ও বেঙ্গল টপারের খেতাব। এসপ্তাহে কে হল সেরা? চলুন দেখে নেওয়া যাক।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কে হল বেঙ্গল টপার? TRP List This Week

ইতিমধ্যেই এই সপ্তাহের লেটেস্ট টিআরপি তালিকা প্রকাশ্যে এসেছে আর সেখানে দেখা যাচ্ছে বেঙ্গল টপার হয়ে গিয়েছে পরিণীতা। এবারে পরিণীতার প্রাপ্ত টিআরপি ৭.৬। অর্থাৎ ফেব্রুয়ারি মাসে আধিপত্য বিস্তারের পর মার্চের শুরুতেও ছক্কা হাঁকালো রায়ান ও পারুলের জুটি। তাহলে সেরা পাঁচের তালিকায় রইল কারা? উত্তর জানতে আজকের প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন।

এ সপ্তাহের সেরা পাঁচ ধারাবাহিক

সদ্য যে টিআরপি লিস্ট সামনে এসেছে তাতে দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলার মেগা জগদ্ধাত্রী। এসপ্তাহে ব্যবধান অনেকটাই বেড়েছে, জ্যাসের কাহিনী পেয়েছে ৭.০ পয়েন্ট। এর ঠিক পরে তৃতীয় স্থানে রয়েছে দুই মেগা, ফুলকি ও রাঙ্গামতি তীরন্দাজ। দুজনেই ৬.৬ পয়েন্ট পেয়েছে। চতুর্থ স্থানে রয়েছে জি বাংলার আরেক ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে, যার প্রাপ্ত পয়েন্ট ৬.৫। আর পঞ্চম স্থানে রয়েছে ষ্টার জলসার সিরিয়াল গীতা LLB, এসপ্তাহে গীতার ঝুলিতে এসেছে ৬.২ পয়েন্ট। চলুন এবার সেরা দশের নাম ও প্রাপ্ত পয়েন্ট দেখে নেওয়া যাক।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বাংলা সিরিয়ালের সেরা দশের টিআরপি । Bengali Serial Top 10 Serial TRP

পরিণীতা – ৭.৬
জগদ্ধাত্রী – ৭.০
ফুলকি, রাঙ্গামতি তীরন্দাজ – ৬.৬
কোন গোপনে মন ভেসেছে – ৬.৫
গীতা LLB – ৬.২

উড়ান, কথা – ৫.৯
মিত্তির বাড়ি – ৫.৫
গৃহপ্রবেশ – ৫.৩
চিরসখা – ৫.১
মিঠিঝোরা – ৪.৫

আরও পড়ুনঃ মধ্যবিত্তদের ধাক্কা! ফের হু হু করে বাড়ছে সোনার দাম, আজ রুপোর দর কত?

এসপ্তাহ থেকেই দুটি নতুন মেগার সম্প্রচার শুরু হবে। একটি ‘তুই আমার হিরো’ আরেকটি হল ‘চিরদিনই তুমি যে আমার’। নতুন দুই সিরিয়াল শুরু হওয়ার পর টিআরপি তালিকাতে আবারও বড়সড় রদবদল হতে পারে বলে আশা করা হচ্ছে। এছাড়া রিয়েলিটি শোয়ের মধ্যে জি বাংলার দিদি নাম্বার ওয়ান সানডে ধামাকা পর্ব এসপ্তাহে পেয়েছে ৪.৩ পয়েন্ট আর সারেগামাপা এর গ্রান্ড ফিনালে উইকের প্রাপ্ত নাম্বার হল ৪.৯।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group