ফের ছক্কা জগদ্ধাত্রীর, কাঁপাচ্ছে পরশুরামও! কোথায় পরিণীতা? বদলে গেল TRP তালিকা

Published:

Bengali Serial TRP List
Follow

পার্থ সারথি মান্না, কলকাতাঃ বিগত কয়েক সপ্তাহ ধরেই টিআরপি তালিকায় (TRP List) ঘুরে গেছে খেলা! প্রায় দু মাস ধরে প্রথম স্থানে থাকা পরিণীতাকে টেক্কা দিয়ে সেরার সিংহাসন ছিনিয়ে নিয়েছে জগদ্ধাত্রী। তবে নতুন সপ্তাহ আসতেই ফের শুরু টেনশন, জগদ্ধাত্রী নাকি পরিণীতা এবারে কে হল বেঙ্গল টপার? চলুন দেখে নেওয়া যাক।

কে হল নতুন বেঙ্গল টপার? | TRP Topper of This Week!

সদ্য যে টিআরপি তালিকা প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে ফের একবার সকলকে টেক্কা দিয়ে বেঙ্গল টপার হয়েছে জগদ্ধাত্রী। এসপ্তাহে ৭.১ পয়েন্ট এসেছে জ্যাস ও দুর্গার ঝুলিতে। প্রায় তিন বছর ধরে একাধিক টুইস্ট এসেছে গল্পে তবে দর্শকদের কাছে আজও জগদ্ধাত্রীর জনপ্রিয়তা যে এতটুকুও কমেনি এটাই তার প্রমাণ। তাহলে কারা স্থান পেল সেরা পাঁচে? আর কোথায় গেল পরিণীতা?

এসপ্তাহের সেরা পাঁচ ধারাবাহিক

দ্বিতীয় স্থানেও রয়েছে চমক। ফুলকির পাশাপাশি ধামাকাদের পর্বের জেরে লিস্টে দুই নাম্বারেই রয়েছে পরশুরাম আজকের নায়ক।  দুজনেরই প্রাপ্ত পয়েন্ট ৬.১। এরপর তৃতীয় স্থানে রয়েছে কিছুদিন আগের বেঙ্গল টপার পরিনিতা, পেয়েছে ৬.০। রাঙ্গামতির ঝুলিতে এসেছে ৫.৬ পয়েন্ট আর দিতিপ্রিয়া ও জিতু কমলের জুটি পেয়েছে ৫.৪ পয়েন্ট। তাহলে সেরা দশে জায়গা হল কাদের? চলুন দেখে নেওয়া যাক সম্পূর্ণ তালিকা।

বাংলা সিরিয়ালের সেরা দশের টিআরপি । Bengali Serial Top 10 Serial TRP

জগদ্ধাত্রী – ৭.১
ফুলকি, পরশুরাম আজকের নায়ক – ৬.১
পরিণীতা – ৬.০
রাঙ্গামতি তীরন্দাজ – ৫.৬
চিরদিনই তুমি যে আমার – ৫.৪

আরও পড়ুনঃ সোনা-রুপোর গায়ে আগুন, হু হু করে বাড়ছে দাম! দেখুন আজকের রেট

কথা – ৫.১
গৃহপ্রবেশ – ৫.০
চিরসখা, গীতা LLB, অনুরাগের ছোঁয়া + রোশনাই  – ৪.৬
কোন গোপনে মন ভেসেছে – ৪.৫
মিত্তির বাড়ি – ৩.৭

সিরিয়াল ছাড়াও রিয়েলিটি শোয়ের জনপ্রিয়তাও বাঙালি দর্শকদের মধ্যে বেশ ভালোই রয়েছে। সদ্য প্রকাশিত টিআরপি তালিকা অনুযায়ী দিদি নাম্বার ওয়ানের সানডে ধামাকা পর ৪.৬ ও ডান্স বাংলা ডান্স ২.৭ পয়েন্ট পেয়েছে। এবছর ডান্স বাংলা ডান্সের জনপ্রিয়তা কিছুটা ফিকে হয়েছে বলে মনে হচ্ছে রিপোর্ট অনুযায়ী। এছাড়া জলসা ফিকশন ৫.৭ পয়েন্ট পেয়েছে।
গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join