পার্থ সারথি মান্না, কলকাতাঃ বৃহস্পতিবার সকাল থেকেই বাঙালি দর্শকদের মনে উৎকণ্ঠা বাড়তে থাকে। আসলে এই দিনেই যে প্রকাশ্যে আসে বাংলা সিরিয়ালের টার্গেট রেটিং পয়েন্টের তালিকা (Target Rating Point)। আসলে এই TRP পয়েন্টের উপরেই যে নির্ভর করে মেগার ভবিষ্যৎ। নম্বর কমলেই সেটা শেষ হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। তাহলে সপ্তাহে কি হল বেঙ্গল টপার? আর সেরা দশের তালিকাতেই বা নাম উঠল কাদের? চলুন দেখে নেওয়া যাক।
কে হল বেঙ্গল টপার? TRP List This Week
গত সপ্তাহের মত এসপ্তাহেও বেঙ্গল টপারের শিরোপা উঠেছে গীতা LLB সিরিয়ালের মাথায়। টানটান উত্তেজনার সমস্ত পর্ব দেখিয়ে ৭.৯ পয়েন্ট পেয়েছে গীতা। তবে পুরোনোদের টেক্কা দিতে কোমর কষেছে নতুন মেগা পরিণীতা। সদ্য প্রকাশিত টিআরপি তালিকা অনুযায়ী ৭.৮ পয়েন্ট পেয়েছে পরিণীতা। সুতরাং আগামী দিনে বেঙ্গল টপার হিসাবে দেখা যেতেই পারে এই ধারাবাহিকটিকে, এমনটাই আশা দর্শকদের। তাহলে সেটা পাঁচে উঠল কারা? চলুন দেখে নেওয়া যাক।
এসপ্তাহের সেরা পাঁচ সিরিয়াল
এসপ্তাহের TRP তালিকা অনুযায়ী, তৃতীয় স্থানে রয়েছে ফুলকি। রোহিত-ফুলকির মেগা পেয়েছে ৭.৭ পয়েন্ট। এরপরেই রয়েছে ষ্টার জলসার কথা, যেটা ৭.৩ পয়েন্ট পেয়েছে। এর ঠিক পরেই রয়েছে জগদ্ধাত্রী। জ্যাস সন্ন্যালের কাহিনী এসপ্তাহে ৭.২ পয়েন্ট পেয়েছে। বর্তমানে ধারাবাহিকে জ্যাসের মেয়ে দুর্গাকে কিডন্যাপ করেছে কিছু দুষ্কৃতী। মেয়েকে উদ্ধার করার জেরে টান টান উত্তেজনার পর্ব চলছে। তাই দর্শকদের আসা ভবিষ্যতে ফের বাড়তে পারে টিআরপি।
বাংলা সিরিয়ালের সেরা দশের টিআরপি । Bengali Serial Top 10 Serial TRP
গীতা LLB – ৭.৯
পরিণীতা – ৭.৮
ফুলকি – ৭.৭
কথা – ৭.৩
জগদ্ধাত্রী – ৭.২
উড়ান – ৬.৯
কোন গোপনে মন ভেসেছে, রাঙ্গামতি তীরন্দাজ – ৬.৭
গৃহপ্রবেশ – ৬.৩
শুভ বিবাহ – ৫.৮
মিত্তির বাড়ি – ৫.৬
তবে, সিরিয়াল ছাড়াও রিয়েলিটি শো দেখতেও বেশ পছন্দ করেন। লেটেস্ট টিআরপি তালিকা অনুযায়ী সারেগামাপা ৫.৩ পয়েন্ট পেয়েছে। এছাড়া দিদি নম্বর ওয়ান ২.৬ পয়েন্ট পেয়েছে।