‘সাইয়রা’ নামেই খুলে ফেলল বিরিয়ানির দোকান! এমন সিনেমা পাগল আর নেই

Published:

saiyaara biryani shop
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: সিনেমার পাগলামি এবার রান্নাঘর পর্যন্ত ছড়িয়ে গেল। হ্যাঁ, জনপ্রিয় হিন্দি ছবি সাইয়রা এখন শুধুমাত্র সিনেমার পর্দায় নয়, বরং রাস্তাতেও নেমে আসলো। সম্প্রতি লখনউয়ের এক ব্যক্তি তার ভেজ বিরিয়ানির দোকানেরই নাম রেখে দিয়েছে সাইয়রা ভেজ বিরিয়ানি (Saiyaara Biryani Shop)। মানে ভাবতে পারছেন? আর এতেই গোটা সোশ্যাল মিডিয়ায় পড়ে গিয়েছে হইহুল্লোড়।

সিনেমার নামেই বিরিয়ানির দোকান

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যাচ্ছে, রাস্তার ধারে ছোট্ট একটি খাবারের স্টলে একটি বড় সাইনবোর্ড ঝুলছে। আর তাতে বড় বড় করে লেখা ‘Saiyara Veg Biryani’। এই দৃশ্য থেকে সিনেমা প্রেমীদের চক্ষু তো চড়কগাছ। কারণ সম্প্রতি মুক্তি পাওয়ার সুপারহিট সিনেমা সাইয়ারার নামেই তার দোকান।

ভিডিওটি ইতিমধ্যে ইনস্টাগ্রাম পেজ @viralbhayani-এ শেয়ার করা হয়েছে। এমনকি ইতিমধ্যে 1 মিলিয়নের বেশি মানুষ ভিডিওটি দেখে ফেলেছে, পাশাপাশি 26,000 এর বেশি লাইক পড়েছে ভিডিওটিতে। আর কমেন্ট বক্সে তো হাস্যরসের ঝড় উঠে গিয়েছে।

সাইয়ারা নিয়ে কেন এত পাগলামি?

আসলে এই প্রশ্নের জবাব লুকিয়ে রয়েছে সিনেমা মধ্যেই। সাইয়ারা সিনেমাতে মুখ্য অভিনয় করেছে আহান পান্ডে এবং অনিত পাড্ডা। দুজনেরই ডেবিউ সিনেমা এটি। তবে এই সিনেমার গল্প, আবেগ আর সংলাপে এতটাই টান ছিল, যে দর্শকদের মন কেড়ে নিয়েছে। কেউ তো সিনেমা শেষ হওয়ার পর কান্নায় ভেঙে পড়েছে।

আবার কেউ কেউ অজ্ঞান হয়ে গিয়েছে। ইতিমধ্যেই সেসব ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর সেই আবেগের ঢেউ এবার খাবারের দোকানে এসে পড়ল। সিনেমার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ওই ব্যক্তি এবার বিরিয়ানির দোকানেরই নাম করে ফেলেছেন সাইয়ারা।

নেটিজেনরা কমেন্টে লিখছেন, এই লোকটা পাগলামির সমস্ত সীমা ছাড়িয়ে গেছে। ওকে একটা অ্যাওয়ার্ড দিতে হবে। কেউ কেউ লিখছে, সত্যিকারে সিনেমা পাগল। সিনেমার প্রতি এমন আবেগ আগে কখনো দেখেনি। আবার একজন লিখেছেন, সাইয়ারা এখন শুধুমাত্র সিনেমা নয়, বরং একটি ব্র্যান্ড হয়ে গিয়েছে।

আরও পড়ুনঃ টিকিটের বদলে চিঠি ধরিয়ে দিলেন যাত্রী, পড়ে তাঁর পা ছুঁয়ে প্রণাম করলেন TTE!

উল্লেখ্য, ওই ভিডিওতে দোকানের মালিককে বলতে শোনা গিয়েছে, আমি নিজেই সাইয়ারা সিনেমা দেখে পাগল হয়ে গিয়েছি। আর তখনই ঠিক করেছি যে, আমি বিরিয়ানির দোকান খুলব, আর সেই দোকানেরই নাম রাখব সাইয়ারা। মানুষ এখন এই নামেই বিরিয়ানি খেতে আসছে, আর ছবির গান গাইছে, পাশাপাশি ভিডিও করছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join