সৌভিক মুখার্জী, কলকাতা: বলিউডে একের পর এক বিয়ের খবর যেখানে রমরমা, সেখানে দাঁড়িয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসলেন আমির খান। শোনা যাচ্ছে, বলিউডের মিস্টার পারফেকশনিস্ট নামে খ্যাত এই অভিনেতা আবারও সাত পাকে বাঁধা পড়ছেন! হ্যাঁ, এবার তৃতীয়বার বিয়ে করছেন আমির খান।
আসলে গুঞ্জনের সূত্রপাত হয়েছে এক সাক্ষাৎকারে আমিরের আবেগপ্রবণ মন্তব্যকে ঘিরে। তাকে প্রশ্ন করা হয়েছিল যে, আপনি কি আবার বিয়ের পরিকল্পনা করছেন? তবে উত্তরে আমির আর কিছুই গোপন রাখেননি।
মনে মনে গৌরীকেই বিয়ে করে ফেলেছেন আমির?
সাক্ষাৎকারে আমির খান জানিয়েছেন, হ্যাঁ আমরা একসঙ্গে রয়েছি এবং গৌরীর সঙ্গে সম্পর্কটা একেবারে সিরিয়াস। আমরা প্রতিশ্রুতিবদ্ধ। সে কথা সবাই জানে। তবে এরপর যা বললেন তা গোটা বলিউডেই আলোড়ন ফেলে দিয়েছে। তার কথায়, আমি মনে মনে গৌরী স্প্র্যাটকে বিয়ে করে ফেলেছি। তবে আনুষ্ঠানিকভাবে কবে করব সেটা সময়ই বলে দেবে।
আমির খানের জীবন একেবারেই সিনেমার মতো। তিনি দুবার বিয়ে করেছেন। প্রথমবার রিনা দত্ত এবং পরেরবার কিরণ রাওকে। তবে দুই সম্পর্কই বিচ্ছেদের পথে গড়িয়েছে। আরে ব্যর্থতাকে স্বীকার করে তিনি বলেছেন, আমার বিয়ে সফল হয়নি। আমি একা থাকতেও পারি না। আমার একজন সঙ্গী দরকার। আর আমি সম্পর্কে থাকতে ভালোবাসি।
কে এই গৌরী স্প্র্যাট?
বলে দিই, গৌরী স্প্র্যাট বেঙ্গালুরুর একজন বাসিন্দা। 25 বছর আগে আমির খানের সঙ্গে আলাপ হলেও প্রেমের শুরু হয়েছে মাত্র 1 বছর আগে। সূত্র বলছে, গত দুই বছর ধরে তারা একে অপরের সঙ্গে গোপন সম্পর্কে ছিলেন। আর আমিরের 60 তম জন্মদিনে গৌরীকে প্রথমবারের মতো তার পরিবারের সঙ্গে তিনি পরিচয় করিয়ে দেন।
আরও পড়ুনঃ অ্যাডাল্ট স্টারের সাথে ছবি দিয়ে শিরোনামে! কে এই অসমের ‘বেবি ডল’ অৰ্চিতা ফুকন?
তবে কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর শোনা গিয়েছিল যে, দঙ্গল খ্যাত অভিনেত্রী ফতিমা সানা শেখের প্রেমে পড়েছেন আমির খান। এমনকি এক পারিবারিক অনুষ্ঠানে তাদেরকে একসঙ্গেও দেখা গিয়েছিল। আর সেই সম্পর্কের গুঞ্জন বেশ কিছুদিন আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল।
তবে নতুন বছরের শুরুতেই বলিউড পাড়ায় গুঞ্জন উঠেছে, 2025 সালের মধ্যেই আমির খান তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। আর তখন গৌরীর নামই ঘুরপাক খাচ্ছিল। আর অবশেষে অভিনেতা নিজের মুখেই জল্পনার অবসান ঘটালেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |