বাবা-মেয়ের সম্পর্ক অতীত! এবার হাঁটুর বয়সী নায়িকার প্রেমে পড়লেন অম্বরীশ

Published on:

ambarish-ayesha

অসমবয়সী প্রেম হোক বা বিয়ে, এখন যেন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। বলিউড, টলিউড হোক হলিউড, বেশিরভাগই দেখা যাচ্ছে অসমবয়সী প্রেম বা বিয়ে। সাম্প্রতিক সময়ে তো এর জলজ্যান্ত উদাহরণ হলেন বিখ্যাত বাঙালি অভিনেতা-অভিনেত্রী কাঞ্চন মল্লিক, শ্রীময়ী চট্টরাজ। এবার এই তালিকায় আরো এক জুটি নাম লেখাতে চলেছে বলে মনে করছেন দর্শকরা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আরও পড়ুনঃ চতুর্থ বিয়ের প্রস্তুতি শোয়েবের? নাম জড়াল আরেক নায়িকার সঙ্গে

আপনারা জানলে অবাক হবেন, আজ যাদের নিয়ে কথা হবে তাঁরা পূর্বে এক সিরিয়ালে বাবা-মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। টলিউডে এখন গুঞ্জন উঠেছে, নাকি একে অপরের প্রেমে পড়েছেন অভিনেতা অম্বরীশ ভট্টাচার্যের ও অভিনেত্রী আয়েশা ভট্টাচার্য। স্টার জলসার ‘পুণ্যিপুকুর’ নামের  ধারাবাহিকে অম্বরীশের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন আয়েশা। যাইহোক, এখন দুজনকে নিয়ে চর্চার শেষ নেই। সত্যিই কি দুজনে দুজনের প্রেমে পড়লেন? এই বিষয়ে সম্প্রতি এক সংবাদমাধ্যমকে গোটা বিষয়টি খোলসা করেন অভিনেত্রী আয়েশা। তিনি জানান, ‘প্রেম করছি না, অম্বরীশদার প্রেমিকার চরিত্রে অভিনয় করছি। মাঝে মাঝে এমন খবর রটে।’

অম্বরিশের সঙ্গে প্রেম নিয়ে মুখ খোলেন আয়েশা

আয়েশা আরও বলেন, ‘আমার আর অম্বরীশদার চরিত্রটি খুব গুরুত্বপূর্ণ। দুজনের চরিত্রই ভীষণ মজার। বেশ কয়েকমাস আগেই শ্যুট শেষ হয়েছে আমাদের। আমাদের দুজনের অসমবয়সের যে সম্পর্ক, তা খুব সুন্দরভাবে প্রস্ফুটিত করা হয়েছে গোটা সিনেমায়। দর্শকদের ভালো লাগবে। দেখতে খুব সুন্দর লাগবে। অম্বরীশদা এর আগেও মজার চরিত্রে অভিনয় করেছেন, কিন্তু এবারের চরিত্রটি একেবারে নতুন ধরনের।’

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আসলে টলিউডের আসন্ন সিনেমা ব্যুমেরাং-এ এই দুজনকে দেখানো হবে। এই সিনেমাটি তৈরি করা হচ্ছে জিতের প্রযোজনা সংস্থার তরফে। ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে জিৎ আর রুক্মিণী মৈত্রকে। এছাড়াও এই সিনেমায় রয়েছেন দেবচন্দ্রিমা সিংহ রায় এবং সৌরভ দাস।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group