প্রীতি পোদ্দার, কলকাতা: এইমুহুর্তে বাংলা ধারাবাহিকে চলছে নানা টুইস্ট। TRP তালিকায় নিজেদের অস্তিত্ব বজায় রাখতে রীতিমত কালঘাম ছোটাচ্ছেন পরিচালকরা। কখনও এগিয়ে স্টার জলসা তো আবার কখনও এগিয়ে জি বাংলা। বরাবর টিআরপি তালিকায় ১ থেকে ৫ এর মধ্যে নিজের জায়গা বজায় রেখে আসছে ‘নিম ফুলের মধু’। গল্পের নায়িকা পর্ণার একের পর এক কাণ্ড দর্শকদের বেশ এন্টার্টেইন করে আসছে।
স্মৃতি ভুলে গিয়ে মাফিয়া দলে সৃজন
সম্প্রতি ২০ বছরের লিপ এসেছে জি বাংলার ‘নিম ফুলের মধু’তে। মাঝে ঘটে গিয়েছে একাধিক ঘটনা। ধারাবাহিকে পর্ণা-সৃজনের দুই ছেলে-মেয়ে এখন বড় হয়ে গিয়েছে। মারা গিয়েছেন সৃজনের বড় জ্যেঠু। এদিকে গল্পের নতুন মোড়ে দেখা যাচ্ছে স্মৃতি হারিয়েছে সৃজন এর। বাড়ি থেকে হারিয়ে গিয়ে এখন সে মাফিয়া দলের মাথা হয়ে দাঁড়িয়েছে। তার আবার সেখানে রয়েছে আরেক প্রেমিকা মোহিনী।
এদিকে পুঁটি মা পর্ণার মতই বেশ সাহসী সাংবাদিক। সবসময় মাকে আগলে রাখে। কিন্তু ছেলে অর্পণ হয়েছে একদম উল্টো। সবসময় ঠাম্মির কথা মতো চলে, মাকে পাত্তা দেয় না সে। মা পড়াশোনা নিয়ে বকাবকি করলেই হম্বিতম্বি করে এগিয়ে আসে ঠাম্মি। কিন্তু এই আবহে এবার গল্পে নতুন রূপে এন্ট্রি নিতে চলেছে আরেক নায়ক।
ধারাবাহিকে এন্ট্রি নতুন নায়কের
পুলিশের হাত থেকে রক্ষা পেতে ইতিমধ্যেই সৃজন ঠায় নিয়েছে দত্ত বাড়িতে। এদিকে ছেলে অর্পণ ক্লাবের ছেলেদের ভয় দেখাতে বাবুর বাবু সহায়তা নেয় গিরিধারী সিং অর্থাৎ সৃজন এর। পাড়ার ছেলেরা অভিযোগ জানাতে ছোটে পুলিশের কাছে। এদিকে অপর্ণ আর গিরিধারীকে বাঁচাতে ‘তারকাটা’ পর্ণা ফের একের পর এক চমক দেখায়। এদিকে অভিযোগ শুনে পুলিশের এন্ট্রি হয় দত্ত বাড়িতে। কিন্তু দত্ত বাড়িতে এসে পুঁটির মুখোমুখি হয় গল্পের নতুন নায়ক অনিন্দ্য চট্টোপাধ্যায় এর। সাংবাদিক এবং পুলিশের প্রেম দেখতে তাই অধির আগ্রহে রয়েছে দর্শকরা। একদিকে দর্শকরা নিশ্চিত যে এই পুলিশই হবে পুঁটির হবু বর। শেষবার অনিন্দ্যকে দেখা গিয়েছিল ‘কাজল নদীর জলে’ ধারাবাহিকে।