সহেলি মিত্র, কলকাতা: আবারও একবার নিজের অভিনযয়ের জাদুতে পর্দা কাঁপাতে চলেছেন বিখ্যাত অভিনেতা জিৎ (Jeet)। এবার একদম অন্যরকমের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে। বলা ভালো এবার একদম বেশ চ্যালেঞ্জিং রোলে অভিনয় করতে চলেছেন জিৎ। এবার বায়োপিকে অভিনয় করতে দেখা যাবে অভিনেতাকে বলে খবর। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। নিশ্চয়ই ভাবছেন যে কার চরিত্রে অভিনয় করবেন জিৎ? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।
বায়োপিকে অভিনয় করবেন জিৎ!
সম্প্রতি ‘খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার’-অভিনয় করে সাড়া ফেলে দিয়েছেন অভিনেতা জিৎ। সিনেমার অন্যান্য কলাকুশলীদের পাশাপাশি জিৎ -এর অভিনয় সকলের মনে এক আলাদাই জায়গা করে নিয়েছে। এছাড়াও অতীতে তাঁর আরও এমন বহু সিনেমা রয়েছে যা দর্শকরা আজও দেখতে পছন্দ করেন। যাইহোক, এবার একদম অন্যরকম চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাঁকে বলে খবর। পথিকৃৎ বসুর পরিচালনায় একটি বায়োপিকে কাজ করছেন জিৎ।
‘খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর পর নাকি জিতের হাতে এখন বেশ কয়েকটা বলিউড প্রজেক্ট-এর অফার এসেছে। তাঁরই মাঝে নাকি এসেছে পথিকৃৎ বসুর পরিচালনায় একটি বায়োপিকের কাজ। প্রশ্ন উঠছে, কোনটা ছেড়ে কোনটা করবেন অভিনেতা?
বিপ্লবীর চরিত্রে অভিনয় করবেন জিৎ?
টলিউডের অন্তরে কান পাতলে শোনা যাচ্ছে একজন বিপ্লবীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা জিতকে। ১৯৬০ সালের পটভূমিকায় তৈরি হচ্ছে এই ছবি। চট্টগ্রাম অস্ত্রগার লুণ্ঠনের অন্যতম নায়ক অনন্ত সিংহের চরিত্রে অভিনয় করছেন জিৎ। আর এই চরিত্রটি ঘিরে নানান রহস্য রয়েছে। জানা যায়, স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন তিনি। ইংরেজদের হাতে ধরা পড়ে জেলেও যেতে হয়েছিল তাঁকে। মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে তাঁর স্বাধীনতা সংগ্রামে জড়িয়ে পড়ার দিকটাও ছবিতে তুলে ধরা হবে। বিপ্লবী চরিত্রে যে অভিনয় করবেন সে বিষয়ে শিলমোহর দিয়েছেন অভিনেতা। সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘এই ছবি করার সিদ্ধান্ত নিয়েছি, কারণ আগে কখনও বায়োপিক করিনি।’ তবে এই ছবির শুটিং কবে শুরু হবে বা আদৌ শুরু হয়েছে কিনা সে বিষয়ে কিছু জানা সম্ভব হয়নি।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |