সৌভিক মুখার্জী, কলকাতা: সকাল হতে না হতেই এক হৃদয়বিদারক খবর। এবার চলচ্চিত্র ও টেলিভিশন জগত থেকে বিদায় নিলেন এক চেনা মুখ। প্রখ্যাত অভিনেতা মুকুল দেব (Mukul Dev Death) আর নেই! হ্যাঁ, ঠিকই পড়েছেন। 54 বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। খবর পাওয়া গেল, দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন এই সুপারস্টার। চলছিল চিকিৎসাও। তবে শেষ রক্ষা হলো না। মুকুল দেবের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গোটা বলিউড ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে।
দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন মুকুল দেব
মুকুল দেবের সঙ্গে ‘সন অফ সরদার’ সিনেমায় অভিনয় করা অভিনেতা বিন্দু দারা সিং সংবাদমাধ্যমকে বলেছেন, মুকুল দেব কিছুদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন। এমনকি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার শরীর হঠাৎই আরো খারাপের দিকে গড়ায় এবং অবশেষে তিনি আমাদের সবাইকে ছেড়ে বিদায় নেন।
বিন্দু দারা সিং আরও বলেছেন, মুকুলকে আর সিনেমার পর্দায় দেখা যাবে না। এমনিতেই বাবা-মায়ের মৃত্যুর পর থেকে তিনি নিজেকে একরকম গুটিয়ে নিয়েছিলেন। কারো সঙ্গে তিনি দেখাই করতেন না। বাইরে যেতেন না। তিনি দারুণ একজন মানুষ ছিলেন। ওনার অভাব আমরা সবাই হাড়ে হাড়ে টের পাব।
এমনকি এক ভিডিও শেয়ার করে তিনি লিখেছেন, রিপ মুকুল দেব ভাই। ‘সন অফ সরদার’ মুভিতে তোমার শেষ অভিনয় আমাদের সকলেরই মনে থাকবে। হাসি এবং আনন্দ ছড়িয়ে দর্শকদের মনে তুমি জায়গা করে গেলে। যেখানেই থেকো ভালো থেকো।
ছোট থেকে বড়পর্দা, মুকুল দেবের যাত্রাটা সহজ ছিল না
দিল্লিতে জন্ম নেওয়া মুকুল দেব 1996 সালে টিভি সিরিয়াল ‘মুমকিন’-এর মাধ্যমে তার কেরিয়ার শুরু করেন। এরপর দূরদর্শনের বিখ্যাত কমেডি শো ‘এক সে বাদকার এক’-এ তাকে দেখতে পাওয়া যায়। আর একই বছর তিনি সুস্মিতা সেনের সঙ্গে বলিউডে অভিষেক করেন ‘দস্তক’ ছবির মাধ্যমে।
আরও পড়ুনঃ বদলে গেল এই ব্যাঙ্কের নাম! অ্যাকাউন্ট নম্বর, IFSC কোডও কি বদলাবে?
এরপর একে একে ‘কিলা’ (1998), ‘ওজুদ’ (1998), ‘কোহারাম’ (1999) এবং ‘মুঝে মেরি বিবি সে বাঁচাও’ (2001) সহ একাধিক ছবিতে অভিনয় করতে দেখা যায় তাকে। শুধু হিন্দি নয়, বরং পাঞ্জাবি, বাংলা, মালায়ালাম, তেলেগু ভাষার ছবিতেও তিনি অভিনয় করেছিলেন। এমনকি এই অভিনয়ের সুবাদে তিনি সপ্তম অমরিশ পুরি অ্যাওয়ার্ড লাভ করেন। তবে তিনি হয়তো আর আজ আমাদের মধ্যে নেই। উনি যেখানেই থাকুক, ওনার তার আত্মার শান্তি কামনা করি আমরা সবাই।