টানা ষষ্ঠবারের মতো TRP টপার! ‘পরিণীতা’র সাফল্যের রহস্য ফাঁস করলেন অভিনেতা

Published on:

parineeta serial trp

শ্বেতা মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে ততই বাংলা সিরিয়াল দেখার প্রতি মানুষের ঝোঁক ততই যেন পাল্লা দিয়ে বাড়ছে। এদিকে দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে যতটা সম্ভব কিছুটা ব্যতিক্রম সিরিয়াল আনার কাজের উঠেপড়ে লেগেছে সিরিয়াল নির্মাতারা। তেমনি একটি মেগা হল ‘পরিণীতা’ যেটি কিনা জি বাংলায় চলছে। সিরিয়ালটি আসার পর থেকেই কার্যত ছক্কা হাঁকাচ্ছে। প্রতি সপ্তাহেই টিআরপি লিস্টের (TRP List) শীর্ষে উঠে আসছে এটি। ফলে স্বাভাবিকভাবেই খুশি মেগার কলাকুশলিরা। এবার নতুন রেকর্ড গড়ল মেগাটি। চলুন জেনে নেওয়া যাক বিশদে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

নতুন রেকর্ড গড়ল ‘পরিণীতা’

সিরিয়ালটি যেদিন থেকে আসার কথা হয়েছিল তবে থেকে একে নিয়ে চর্চা শেষ নেই। তার প্রথম কারণ প্রথমত মুখ্য অভিনেতা ও অভিনেত্রীকে নিয়ে। রায়ান ও পারুলের  গল্প যে দর্শকদের এত ভালো লেগে যাবে সেটা হয়তো কেউ বুঝতেই পারেনি। ধারাবাহিকে রায়ানের চরিত্রে অভিনয় করছেন উদয় প্রতাপ সিংহ। তবে তাকেও এই নিয়ে কম কটাক্ষ শুনতে হয়নি। সিরিয়াল ডাহা ফ্লপ হয়ে যাবে সেটা অবধি শুনতে হয়েছে। তবে সব কটাক্ষ উড়িয়ে টানা ষষ্ঠবারের মতো বেঙ্গল টপার হল মেগাটি। আর এই নিয়ে বেজায় খুশি সকলে।

তবে এই সাফল্যের নেপথ্যের কাহিনী কী? সেটা নিয়ে মন্তব্য করেছেন রায়ান ওরফে উদয় প্রতাপ। শুরুতেই এই সাফল্য তিনি আশা করেননি সেটা জানিয়েছেন। তবে সাফল্যের নেপথ্যে ‘টিম ওয়ার্ক’-কেই গুরুত্ব দিয়েছেন অভিনেতা। ইন্দ্রপুরী স্টুডিয়োয় শুটিং চলছে মেগার। ব্যস্ত সময়ের মধ্য থেকেই উদয় বললেন, ‘‘কোনও কাজের খারাপ ফলাফল হলে তখন কারণ অন্বেষণ করা সহজ। কিন্তু সেটা ভাল হলে তার কারণ বিশ্লেষণ করা কঠিন হয়ে দাঁড়ায়।’’

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কী বলছেন অভিনেতা?

উদয়ের মতে, তাঁদের গল্পে গ্রাম, কলেজ এবং বসু পরিবার— তিনটি আঙ্গিক বৃহত্তর দর্শককে আকর্ষণ করে। উদয় জানান, ‘‘রাতে বাড়ি ফিরে দর্শক সাধারণত একটু হালকা চালে কোনও আধুনিক গল্প দেখতে পছন্দ করেন। আমাদের ধারাবাহিক সেই চাহিদা পূরণ করে।’’ এরপর তাঁর নায়িকা পারুল ওরফে নবাগতা ঈশানী চট্টোপাধ্যায়ের প্রশংসা করতেও ভুললেন না উদয়।

আরও পড়ুনঃ ফের ছক্কা পরিণীতার? নাকি অন্য কেউ করল বাজিমাত! রইল এ সপ্তাহের TRP লিস্ট

অভিনেতা জানান, ‘‘ওর প্রথম কাজ। কিন্তু খুবই পরিশ্রম করছে।’’  পরিচালক কৃষ্ণেন্দু বসু সম্পর্কে অভিনেতা জানান, ‘‘পরিচালকের বয়স কম। তাই অনেক নতুন ধরনের ভাবনা ও বাস্তবায়িত করে। সেটাও আমাদের এগিয়ে যেতে সাহায্য করছে।’’ যাইহোক, চলতি সপ্তাহের টিআরপি তালিকা প্রকাশ্যে এসেছে। আর এই লিস্ট অনুযায়ী, টানা ষষ্ঠবারের মতো পরিণীতা হয়েছে বেঙ্গল টপার। পরিণীতা পেয়েছে ৭.৯।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group