শ্বেতা মিত্র, কলকাতাঃ অপেক্ষার অবসান, ফের একবার ছোটপর্দায় ফিরতে চলেছেন ‘রানী রাসমণি’ খ্যাত দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। হ্যাঁ ঠিকই শুনেছেন। মাঝে স্টার জলসার অনুরাগের ছোঁয়া সিরিয়ালে তাকে দেখতে পাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল হয়। কিছু কারণে সিরিয়াল থেকে শেষ মুহূর্তে পিছিয়ে আসেন দিতিপ্রিয়া রায় বলে জানা যায়। তবে আর চিন্তা নেই এবার অবশেষে ছোট পর্দায় নতুন করে ফিরছেন অভিনেত্রী। ইতিমধ্যে একটি সিরিয়ালের প্রোমো প্রকাশ্যে এসেছে। আর এই প্রোমো দেখে খুশি হয়েছেন মেগা সিরিয়ালপ্রেমিরা। এখন কি আপনিও জানতে ইচ্ছুক যে কোন সিরিয়াল এবং কোন চ্যানেলের মাধ্যমে তিনি নতুন করে ছোট পর্দায় ফিরতে চলেছেন? তাহলে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির উপর।
ছোট পর্দায় ফিরছেন দিতিপ্রিয়া
না স্টার জলসা নয় এবার নতুন করে যে চ্যানেল তাঁকে এক আলাদাই পরিচিতি এনে দিয়েছিল সেই চ্যানেলেই ফিরতে চলেছেন দিতিপ্রিয়া। হ্যাঁ, ঠিকই আন্দাজ করেছেন। আসলে অভিনেত্রী ফের একবার জি বাংলার একটি মেগা সিরিয়ালে দেখা দিতে চলেছেন। ইতিমধ্যে সেই সিরিয়ালে প্রোমো প্রকাশ্যে এসে গিয়েছে। এই জি বাংলাতেই এক সময় রানী রাসমণি সিরিয়াল হত, এই সিরিয়ালই দিতিপ্রিয়াকে ঘরে ঘরে এক আলাদা এই পরিচয় এনে দিয়েছিল। এক কথায় এই মেগার হাত ধরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। অবশেষে ফিরে একবার জি বাংলার হাত ধরেই ছোট মেগা পর্দায় কামব্যাক করলেন দিতিপ্রিয়া।
জি বাংলার তরফে ইতিমধ্যে সেই নতুন সিরিয়ালের প্রমো প্রকাশ্যে আনা হয়েছে। এই সিরিয়ালটির নাম হচ্ছে ‘তোমাকে ভালোবেসে।’ প্রোমোর ক্যাপশনে লেখা রয়েছে, ভালোবাসা সত্যি হলে, মাটিতেও আকাশ নেমে আসে!আসছে নতুন ধারাবাহিক “তোমাকে ভালোবেসে”।
প্রকাশ্যে প্রোমো
আসন্ন এই সিরিয়ালের প্রোমো দেখে ইতিমধ্যে উত্তেজনায় টগবগ করে ফুটতে শুরু করেছেন দর্শকরা। চ্যানেলের তরফে যে প্রোমো প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে দিতিপ্রিয়া রায় তাঁর বন্ধুদের সঙ্গে গ্রামের সুন্দর রাস্তায় সাইকেল চালাচ্ছেন। দেখা যাচ্ছে সে একটি হেলিকপ্টারের সঙ্গে পাল্লা দিতে চাইছেন। আর বলছেন, ‘হওয়ার থেকেও জোরে ছুটতে আমার দারুণ লাগে।’ তাঁর চরিত্রের বন্ধু যখন তাঁকে বলে যে মাটিতে থেকে কখনও হেলিকপ্টারের সঙ্গে পাল্লা দেওয়া যায়? জবাবে অভিনেত্রী বলেন, সেই জন্য পা মাটিতে থাকা উচিত। তাহলে যখন ইচ্ছে ছোটা যায়, আবার দরকার থামাও যায়। এমন সময় সেখানে থাকা এক বহুরূপী তাঁকে বলেন, যদি এই হেলিকপ্টারে করেই যদি তাঁর মনের মানুষ আসে তাহলে তাকে কী করে নামাবেন? যদিও এর জবাব দিতে পারেন না দিতিপ্রিয়া। যদিও এই সিরিয়ালের নায়ক কে সম্পর্কে কিছু জানা যায়নি।