পুত্র সন্তানের জন্ম দিলেন ক্যাটরিনা, আনন্দের খবর ভাগ করে নিলেন ভিকি কৌশল

Published:

vicky kaushal katrina kaif
Follow

সহেলি মিত্র, কলকাতা : অবশেষে এল সেই সুখবর যেটার জন্য অপেক্ষা করছিলেন মানুষ। সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। সেইসঙ্গে বাবা-মা হলেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা। আজ শুক্রবার সামাজিক মাধ্যমে এই খুশির খবর ভাগ করে নিয়েছেন দম্পতি। এরপর থেকেই সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রেটিরা নতুন বাবা মাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। আপনিও কি জানতে ইচ্ছুক তাঁদের ঘরে ছেলে না মেয়ে হয়েছে? চলুন জেনে নেবেন।

ছেলে না মেয়ের জন্ম দিলেন ক্যাটরিনা?

জানা গিয়েছে, এক ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ক্যাটরিনা কাইফ। ভিকি লিখেছেন, ‘আমাদের খুশির মুহূর্ত এসে উপস্থিত হল। অনেক ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে জানাচ্ছি আমাদের পুত্র সন্তান জন্ম নিয়েছে।’ অভিনেতা মনীশ পল লিখেছেন, “তোমাদের সন্তানের আগমনে পুরো পরিবারকে, বিশেষ করে তোমাদের দুজনকেই অনেক অনেক অভিনন্দন।” রাকুল প্রীত সিংও ভিকি এবং ক্যাটরিনার জন্য খুব খুশি। অর্জুন কাপুর এবং হুমা কুরেশি শুভেচ্ছা জানানোর পাশাপাশি লাল হার্ট ইমোজি যোগ করেছেন।

ভক্তরা ভিকি এবং ক্যাটরিনার সন্তানের আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। একদিকে যখন আলিয়া থেকে শুরু করে দীপিকা, পরিণীতি চোপড়া সন্তানের জন্ম দিয়েছেন, তখন থেকেই প্রশ্ন উঠছিলো, কবে সুখবর শোনাবেন ক্যাট, ভিকি? এরপর ৬ সপ্তাহ আগে দুজনেই গর্ভবস্থার ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে অবাক করে দেন সকলকে। এই সুখবর দেরিতে দিলেও সন্তানের জন্ম দেওয়ার খবর দিতে আর দেরি করলেন না দম্পতি।

কার মতো দেখতে হয়েছে সন্তান?

সকলেই শিশুটিকে ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন। বাবা হতে পেরে ভিকিও আনন্দিত। ক্যাটরিনাকে মাতৃত্বে দেখে ভক্তরা আনন্দিত। সকলেই আশা করছেন যে এই দম্পতি শীঘ্রই তাদের সাথে শিশুর এক ঝলক ভাগ করে নেবেন, তবে তা সম্ভব বলে মনে হচ্ছে না। কারণ ইন্ডাস্ট্রিতে তাদের সন্তানের ঝলক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা থেকে বিরত থাকা একটি স্বভাবে দাঁড়িয়েছে। সবাই তাদের শিশুর মুখ পরে প্রকাশ করে, যখন তারা একটু বড় হয়। সম্প্রতি যেমন দীপিকা পাডুকোন করেছেন। সম্প্রতি, দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং দুয়া পাড়ুকোনের মুখ প্রকাশ করেছেন। ভক্তরা আনন্দে আত্মহারা হয়ে গেছেন। সকলেই বলেছিলেন যে দুয়া দেখতে হুবহু তার মায়ের মতো।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join