বড়দিনের আগেই সুখবর, দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন কোয়েল, ছেলে হল নাকি মেয়ে?

Published on:

koel mallick became mother second time

পার্থ সারথি মান্না, কলকাতাঃ দ্বিতীয়বার মা হলেন টলিউডের অভিনেত্রী কোয়েল মল্লিক (Koel Mallick)। এবছর পুজোর আগেই মাতৃত্বের সুখবর জানিয়েছিলেন অভিনেত্রী। এবার জানা যাচ্ছে, আজ শনিবার সকালেই দ্বিতীয়বার মা হলেন কোয়েল। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে সকলের সাথে এই সুখবর শেয়ার করেছেন কোয়েল ও তাঁর স্বামী নিসপাল সিংহ রানে। পুত্র সন্তান হল নাকি কন্যা? জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

দ্বিতীয়বার মা হলেন কোয়েল মল্লিক

কিছুক্ষণ আগেই সোশ্যাল মিডিয়াতে একটি ডিজিটাল কার্ড শেয়ার করেছেন কোয়েল। যেখানে লেখা রয়েছে ‘আমাদের একটি কন্যা সন্তান হয়েছে’। সাথে রয়েছে আজকের তারিখ ১৪.১২.২০২৪। মুহূর্তের মধ্যেই পোস্টটি ভাইরাল হয়ে গিয়েছে আর ভক্তরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন পোস্টটিতে লাইক ও কমেন্ট করে। ইন্ডাস্ট্রির অনেকেই শুভেচ্ছা বার্তা জানিয়েছেন কোয়েল ও নিসপালকে।

ঋতুপর্ণা সেনগুপ্ত কমেন্ট করেছেন, ‘আমি খুব খুশি। কন্যা সন্তানের গর্বিত মা ও বাবাকে আন্তরিক শুভেচ্ছা। আর যে সবে পৃথিবীতে এল সেই সদ্যজাত কন্যাকে একরাশ ভালোবাসা ও আশীর্বাদ। একইসাথে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, মিমি চক্রবর্তী, ঈশা সাহা, ঋদ্ধিমা সেন, ঐন্দ্রিলা সেন থেকে প্রযোজক মহেন্দ্র সোনিও শুভেচ্ছাবার্তা দিয়েছেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কন্যার কি নাম রাখলেন কোয়েল?

মেয়ে হওয়ার সুখবর জানানোর পর থেকে নেটিজেনদের মনে প্রশ্ন জাগতে শুরু করেছে কি নাম রাখা হল মেয়ের? যদিও এই প্রশ্নের কোনো উত্তর মেলেনি। কন্যা সন্তানের নাম ও ছবি এখনই প্রকাশ্যে আনছেন না অভিনেত্রী। তবে আশা করা হচ্ছে শীঘ্রই কন্যার নাম জানানো হবে সোশ্যাল মিডিয়াতে।

দেবীপক্ষের আগেই জানিয়েছিলেন মা হওয়ার কথা

এবছর দেবীপক্ষ শুরু হওয়ার কিছু আগেই দ্বিতীয়বা মা হওয়ার কথা জানিয়েছিলেন কোয়েল। ছেলে ও স্বামীর সাথে একটি ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘পরিবার বড় হচ্ছে। শীঘ্রই কবির বড় দাদার দায়িত্ব পেতে চলেছে।’ এবার সেই মত বড় দাদা হয়ে গেল কবির।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group