দ্বিতীয়বার মা হতে চলেছেন কোয়েল মল্লিক! বড় সুখবর ভাগ করে নিলেন নিজেই

Published on:

koyel mallick

প্রীতি পোদ্দার: গতকালই ছিল মহালয়া। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে অবশেষে সূচনা হয়েছে দেবীপক্ষের। তবে চলতি বছর দুর্গাপুজো নিয়ে আপামর বঙ্গবাসীর মনে যেন আনন্দ নেই। কারণ এই বছরের পুজোতে খানিক মন কেমন এর গন্ধ ছড়িয়ে রয়েছে বাতাস জুড়ে। তার অন্যতম কারণ হল আরজি কর কাণ্ড। তিলোত্তমার সুবিচার চেয়ে অসংখ্য সাধারণ মানুষ প্রতিবাদের ঝড়ে গা ভাসিয়েছেন। তেমনই বিশিষ্ট ব্যক্তিবর্গরাও তাঁদের মত করে প্রতিবাদে সামিল হয়েছেন। কিন্তু চারিদিকে এমন মন মরা পরিবেশের মাঝেই বিনোদন জগতে উঠে এল খুশির সংবাদ।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

দেবীপক্ষের সূচনাতে মল্লিক পরিবারে এল খুশির সংবাদ

বিনোদন জগতের বেশ কিছু অভিনেতা অভিনেত্রীরা নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে খুব বেশি সোশ্যাল মিডিয়ায় কথা বলেন না। বরাবরই প্রফেশনাল লাইফ এবং প্রাইভেট লাইফ আলাদা করে থাকেন। তাঁদের মধ্যে অন্যতম হলেন কোয়েল মল্লিক। ব্যক্তিগত জীবন নিয়ে কখনওই খুব একটা কথা বলেন না রঞ্জিত তনয়া। এমনকি সেইভাবে খুব বেশি কবীরের ছবিও পোস্ট করতেও দেখা যায় না তাঁকে। মা হিসেবে এই ব্যাপারে বরাবরই ভীষণ সচেতন। কিন্তু সম্প্রতি তাঁর ফ্যানেদের সঙ্গে এক দারুণ সুখবর ভাগ করে নিলেন কোয়েল।

বড় সুখবর ভাগ করে নিলেন অভিনেত্রী কোয়েল মল্লিক

বেশ কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে কোয়েল মল্লিক জানিয়েছিলেন যে চলতি বছর মল্লিক বাড়ির পুজো ১০০ বছরে পড়বে। কিন্তু দুঃখের বিষয় এই বছর বাড়ির পুজোর দরজা বন্ধ থাকছে সাধারণ মানুষের জন্য। তার অন্যতম প্রধান কারণ হল আরজি কর কাণ্ড। তবে এই খবরের মাঝেও মল্লিক বাড়িতে এক আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। কারণ বাড়িতে আস্তে চলেছে নতুন অতিথি। আজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই সুখবর নিজেই ভাগ করে নিয়েছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। স্বামী নিশপাল সিং রানে এবং ছেলে কবীরের সঙ্গে একটি ছবি ভাগ করে কোয়েল লিখলেন, “আমাদের পরিবার আরও বড় হতে চলেছে, কবীর এবার থেকে বড় দাদার দায়িত্ব পালন করবে। সকলের আশীর্বাদ এবং ভালবাসা প্রয়োজন।”

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

প্রসঙ্গত, কয়েক মাস আগে দ্বিতীয় সন্তান ইয়ালিনীর জন্ম দিয়েছিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পাশাপাশি দ্বিতীয়বার বাবা হওয়ার সুখবরও দিয়েছেন সুপারস্টার জিৎ। তাই এবার সুখবর দিতে বাকি রাখলেন না কোয়েল মল্লিকও। তাঁর জীবনে এই সুখবর শুনে শুভেচ্ছাবার্তা পাঠাতে শুরু করেছেন টলিউডের একাংশ। সম্ভবত আগামী বছর নবজাতকের জন্ম দেবেন কোয়েল মল্লিক।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group