Indiahood-nabobarsho

কম TRP-র জেরে ৬ মাসেই লালবাতি! ‘মালাবদল’ বন্ধের খবর শুনে মুখ খুললেন স্বয়ং ‘ঘটকদিদি’

Published on:

actress ritu pyne open up about malabadal serial ending soon rumours

পার্থ সারথি মান্না, কলকাতাঃ টিআরপি (Target Rating Point) না থাকলে যে সিরিয়ালের আয়ু খুব একটা বেশি দিন থাকে না সেটা একাধিক বার দেখা গিয়েছে। বিশেষ করে নতুন মেগার ঘোষণা হলে পুরোনো কম TRP থাকা ধারাবাহিক অনেক সময় বন্ধ হয়ে যায়। সম্প্রতি জি বাংলায় ‘মালা বদল’কে নিয়ে জল্পনা শুরু হয়েছে নেটপাড়ায়। আসন্ন মেগাকে জায়গা করে দিতে নাকি বন্ধ হতে পারে সিরিয়ালটি। এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন নায়িকা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

৬ মাসেই শেষের পথে ‘মালা বদল’?

আসলে শুরু পর থেকেই TRP তালিকায় খুব একটা ভালো ফল করেনি মালা বদল। গল্পে নায়িকা হিসাবে দেখা যাচ্ছে ঋতু পাইন ও নায়ক হিসাবে দেখা যাচ্ছে বিশ্বজিৎ ঘোষকে। তবে ২০২৫ সাল পড়তেই নেটপাড়ায় জল্পনার শুরু, দিতিপ্রিয়া ও জিতু কমলের নতুন মেগাকে জায়গা করে দিতে নাকি শেষের পথে ‘মালা বদল’। অবশ্য আরও একটি মেগা আসছে যেখানে দীপান্বিতা ও অয়নকে দেখা যাবে।

সিরিয়াল শেষের জল্পনা নিয়ে কি বললেন নায়িকা?

জল্পনার পিছনে থাকা আসল সত্যি জানার জন্য সংবাদমাধ্যমের তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল ‘ঘটকদিদি’ অভিনেত্রী ঋতুর সাথে। সমস্তটা শুনে রীতিমত আকাশ থেকে পড়েন তিনি। এরপর বলেন, একেবারেই নয়, পুরো ভুল খবর। মালাবদল বন্ধ হচ্ছে এমন কোনও খবর আমার জানা নেই। ভক্তদের বলব, তোমরা চিন্তা কোরো না, আমাদের সাথে থাকো। আমাদের এখনও অনেকটা গল্প বাকি রয়েছে’।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এদিকে, গতকাল অর্থাৎ বুধবারই ৬ মাস পূরণ হয়েছে ‘মালা বদল’ ধারাবাহিকটির। সেলিব্রেশনের বেশ কিছু ছবিও শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়াতে। এরই মাঝে বন্ধের জল্পনার কথা শুনে কিছুটা বিরক্ত বোধ করলেন অভিনেত্রী। তাঁর মতে, টিআরপি নিয়ে অত চিন্তিত নই। আমার কাছে TRP টা ম্যাটার করে না। আমরা প্রতিদিন সেটে আসি, নিজেদের ১০০% দেওয়ার চেষ্টা করি। টিআরপি নিয়ে মোটেই চিন্তিত না।

প্রসঙ্গত, বর্তমানে রাত্রি ১০.১৪ এর স্লটে ৪৫ মিনিটের জন্য সম্প্রচারিত হচ্ছে মালাবদল। আজকে প্রকাশিত টিআরপি তালিকায় ২.২ নম্বর পেয়েছে ধারাবাহিকটি। তাই অনেকেই সিরিয়ালের বন্ধ হওয়ার খবরটিকে সত্যি ভেবেছিলেন। তবে নায়িকার কথা মত, ধারাবাহিকের গল্প এখোনও অনেক বাকি। তাছাড়া চ্যানেলের পক্ষ থেকেও কোনো ঘোষণা আসেনি। তবে, টিআরপি কম হওয়াটা ভবিষ্যতে চিন্তার বিষয় হয়ে উঠে পারে বলেই মত নেটিজেনদের একাংশের।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group