‘ভগবান কৃষ্ণ যুদ্ধ শুরু করতে শাঁখ বাজান!’ শঙ্খ বাজিয়ে ট্রোলড হয়ে মুখ খুললেন ঋতুপর্ণা

Published on:

rituparna sengupta sankha

কলকাতাঃ আরজি কর হাসপাতালের ঘটনায় একদিকে যখন গোটা দেশ উত্তাল তখন চরম ট্রোলিং-এর শিকার হয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। আরজি কর-এর ঘটনায় প্রতিবাদ জানিয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন বিখ্যাত বাঙালি অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এই ভিডিওতে দেখা যায় অভিনেত্রীকে শাঁখ বাজাতে। সেইসঙ্গে বলতে শোনা যায়, ‘তিলোত্তমার বিচার চাই।’ কিন্তু এই ভিডিও ভাইরাল হতেই অভিনেত্রীকে নিয়ে শুরু হয় চরম ট্রোলিং। বেশিরভাগ মানুষ অভিনেত্রীকে ‘নেকি’ বলতে শুরু করেন। তবে এবার রচনা বন্দ্যোপাধ্যায়ের মতোই ঋতুপর্ণাও সপাটে জবাব দিলেন ঋতুপর্ণা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ট্রোলিং-এর জবাব দিলেন ঋতুপর্ণা

অভিনেত্রী নিজের ফেসবুক বার্তায় লেখেন, ‘যে ট্র্যাজেডি কলকাতা তথা গোটা বিশ্বে আমাদের সকলকে আলোড়িত করেছে, তা নিয়ে শাঁখ বাজানোর ঘটনা কোনও নাটক হতে পারে না। এই অপরাধের জঘন্য প্রকৃতি আমাদের মেরুদণ্ড অবধি কাঁপিয়ে দিয়েছে, সে আপনার হোক বা আমার। ঘরে আমার নিজেরও একটা মেয়ে আছে। সুতরাং যারা মনে করেন যে আমার যে আমার কান্না ভেজা চোখে, মেকআপ না করা লুকে শাঁখে ফুঁ দেওয়া নাটক ছিল, তাঁদের উদ্দেশ্যে বলি আমাদের সমাজে এই ধরনের নৃশংসতার বিরুদ্ধে এটা আমার যুদ্ধ ঘোষণা। যাঁরা মনে করেন যে, তাঁরা সহজেই পালিয়ে যেতে পারেন এবং এই প্রতিবাদগুলি শেষ পর্যন্ত হারিয়ে যাবে, আমি নিশ্চিত এইবার, আমরা এটাকে আর নীরবে নিভে যেতে দেব না। আমরা এখন যুদ্ধের পথে।’

অভিনেত্রী আরও লেখেন, ‘ভগবান কৃষ্ণ যুদ্ধ শুরু করতে এবং আবার এটি শেষ করতে পাল্টা শাঁখ বাজান। আমি একজন পেশাদার শঙ্খ বাদক নাও হতে পারি, এবং হ্যাঁ, আমি এটি ফুঁকতে নিখুঁত নাও হতে পারি। তবে আমার উদ্দেশ্য ছিল কেবল কথায় নয়, দূরে বসে কাজ করে বলা। ন্যায়বিচারের জন্য যুদ্ধের সময়, আসুন আমরা এই প্রক্রিয়ায় অন্য কোনও মহিলাকে উপহাস না করি। নারী হিসেবে আমরা একসঙ্গে আছি। আমরা কাউকে ছাড় দেব না। ন্যায়বিচার হবে আমাদের রণহুঙ্কার। এবার আমরা মনোযোগ হারাব না এবং অন্য কাউকে আমাদের কান্না হাইজ্যাক করতে দেব না।’

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

শাঁখ বাজিয়ে ট্রোলড ঋতুপর্ণা

সম্প্রতি অভিনেত্রী নিজের ফেসবুক পেজ থেকে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে অভিনেত্রীকে শঙ্খ বাজিয়ে আরজি কর নৃশংসতার প্রতিবাদ জানাতে দেখা গিয়েছিল। আর এর পরেই চরম কথা কেউ শিকার হতে হল ঋতুপর্ণা সেনগুপ্তকে। বেশিরভাগ নেটিজেন তাকে লোক দেখানো প্রতিবাদ বলেও কটাক্ষ করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, ঋতুপর্ণা একটি ঘরে মধ্যে বসে রয়েছেন এবং শঙ্খ বাজাচ্ছেন। ক্যাপশনে লেখা, ‘মেয়েরা রাতের দখল নাও। আর শঙ্খধ্বনিতে শহর ভরিয়ে দাও।’ এরপর বলেন, ‘তিলোত্তমার পূর্ণ বিচার চাই।’ আর এই ভিডিও বানানোই যেন রীতিমতো কাল হলো অভিনেত্রীর। তাঁর সামাজিক পাতায় উপচে পড়েছে একের পর এক কটাক্ষের বাণী।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group