Zee Bangla-র মেগা থেকে আচমকাই সরলেন জনপ্রিয় অভিনেত্রী, ফাঁস হল আসল কারণ

Published on:

zee bangla

শ্বেতা মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই বাংলা সিরিয়ালগুলির জনপ্রিয়তা বাড়ছে। সেইসঙ্গে দর্শকদেরও সেইভাবে পাল্লা দিয়ে প্রত্যাশা বাড়ছে। যাইহোক, বিগত কিছু বছরে এমন বেশ কিছু সিরিয়াল টিভিতে এসেছে যেগুলি সকলের মনে এক আলাদাই জায়গা করে নিয়েছে। কিছু চরিত্রও তাই।

সিরিয়াল বন্ধ হলেও হয়ে যায় কিন্তু কিছু চরিত্র সকলের মনে স্মৃতি রেখে দিয়ে যায়। আজ তেমনই একটি চরিত্র সম্পর্কে আলোচনা করা হবে, যেটি কিনা খুব কম সময়ের মধ্যে জনপ্রিয়তা পেয়েছিল। তবে আচমকাই সেই চরিত্র থেকে সরে গেলেন অভিনেত্রী। আসলে আজ কথা হচ্ছে জি বাংলার জনপ্রিয় মেগা কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালের ‘অহনা’ চরিত্র নিয়ে। সম্প্রতি এই চরিত্রে মুখ বদল হয়েছে। আর যা সকলের মন খারাপের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।

মেগা সিরিয়াল থেকে সরে দাঁড়ালেন জনপ্রিয় অভিনেত্রী

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে যে সিরিয়ালের মুখ্য চরিত্রে অভিনয় করা শ্বেতা ভট্টাচার্য হয়ত  বিদায় নেবেন। কিন্তু এই জল্পনার মাঝেই আচমকাই অহনা চরিত্র থেকে সরে দাঁড়ালেন বিখ্যাত বাঙালি অভিনেত্রী রোশনি তন্বী ভট্টাচার্য। হ্যাঁ ঠিকই শুনেছেন। এই মেগা ধারাবাহিকে বেশ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছিল। তবে আশঙ্কায় এই চরিত্রে মুখ বদল হয়ে এন্ট্রি হয়েছে মানসী সেনগুপ্তের। এখন স্বাভাবিক প্রশ্ন উঠছে হঠাৎ রশ্নি এই মেগা থেকে সরে দাঁড়ালেন কেন। আপনিও কি বিষয়টি জানতে ইচ্ছুক? তাহলে চোখ রাখুন আজকের এই লেখাটির উপর।

কেন মেগা ছাড়লেন রোশনি?

অবশেষে জানা গেল রোশনি ভট্টাচার্য কেন সিরিয়ালটি ছাড়লেন। অবশেষে নিজের মুখেই সবটা জানালেন অভিনেত্রী। কারণ শুনলে হয়তো আপনিও চমকে যাবেন। অভিনেত্রী জানান, তিনি বর্তমানে সান বাংলার ধারাবাহিক আকাশ কুসুমে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। আর সেই কারণে দুটো সিরিয়ালকে একসঙ্গে তিনি ম্যানেজ করতে পারছেন না। দুটো সিরিয়ালের শিডিউলকে মেলানো যাচ্ছে না। এমনকি দুটোর শ্যুটিংয়ের জায়গার দূরত্ব অনেকটাই। তাই তিনি কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিক থেকে সরে দাঁড়িয়েছেন।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥