প্রীতি পোদ্দার, কলকাতা: আলুথালু বেশে উদভ্রান্তের মতো মানসিক ভারসাম্য হারিয়ে ছেঁড়া পোশাক পরে রাস্তায় ঘুরছেন বাংলা টিভি সিরিয়ালের অভিনেত্রী সুমি হর চৌধুরী! একের পর এক ইংরেজি ভাষায় প্রশ্নের উত্তর দিলে স্থানীয়দের মধ্যে কৌতূহল জাগে যে কে এই মহিলা। আর তাতেই একটু খোঁজ খবর মিলতেই প্রকাশ্যে আসে আসল সত্যি।
ঘটনাটি কী?
‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিবেদন অনুযায়ী, গতকাল, ১৪ জুলাই অর্থাৎ সোমবার স্টার জলসার বর্ধমান-আরামবাগ রোডের ধারে একটি বাস স্ট্যান্ডে দেখা যায় স্টার জলসার এক জনপ্রিয় অভিনেত্রীকে। পরণে হাফ প্যান্ট আর ফুল হাতা জামা, পায়ে হাওয়াই চটি পরে উদভ্রান্তের মতো রাস্তায় ঘুরছিলেন তিনি। প্রথমে তাঁকে চিনতে না পারলেও পরে কথপোকথনের মাধ্যমে তাঁর পরিচয় জানা যায়।
প্রথমে নিজেই পরিচয় দিয়ে তিনি জানান, “আমার নাম সুমি হর চৌধুরী। আমি বাংলা সিলিয়ালে অভিনয় করি।” তাঁর কথার সত্যতা বিচারের জন্য স্থানীয় কয়েকজন যুবক ইন্টারনেটে সার্চ করে দেখেন।
কী কারণে এই অবস্থা অভিনেত্রীর?
তখন আসল সত্যিটা বেরিয়ে আসে। ওই মানসিক ভারসাম্যহীন মহিলা যা বলছেন, তা হুবহু সত্যি। টিভির পর্দায় অভিনেত্রীর মুখের সঙ্গে অনেকাংশে মিল রয়েছে ওই মহিলার। তিনি আসলে স্টার জলসার অন্যতম ধারাবাহিক ‘তুমি আশে পাশে থাকলে’-এর ‘রাঙা কাম্মা’ চরিত্রে অভিনয় করেছিলেন।
এছাড়াও একাধিক ধারাবাহিকে দেখা যায় তাঁকে। এরপর অভিনেত্রীর এমন অবস্থা কী করে হল সেই ব্যাপারে জানতে চান আমিলা বাজার এলাকার স্থানীয়রা। কিন্তু তিনি এই ব্যাপারে স্পষ্ট কিছু জানাতে পারেননি।
বর্ধমানের একটি হোমে ঠাঁই অভিনেত্রীর
এমনকি সেই অভিনেত্রীর বাড়ি কোথায় তাও সঠিকভাবে তিনি জানাতে পারছেন না। কখনও বলছেন বেহালা তো কখনও আবার বলছেন বোলপুর। এরপর সেখানকার আশেপাশের মানুষজন খন্ডঘোষ থানায় খবর দিলে সোমবার বিকেলে পুলিশ অভিনেত্রীকে উদ্ধার করে বর্ধমানের একটি হোমে নিয়ে যায়।
আপাতত সেখানেই রয়েছেন তিনি। এই প্রসঙ্গে বর্ধমান দক্ষিণ মহকুমা পুলিশ আধিকারিক অভিষেক মণ্ডল বলেন, “মহিলাকে হোমে পাঠানো হয়েছে। কলকাতার বেহালা থানাতেও এই মহিলার বিষয়ে খবর পাঠানো হয়েছে। মহিলার পরিবারের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা চলছে।”
আরও পড়ুন: থমকে গেল লড়াই! অধ্যাপকের যৌন হেনস্তায় গায়ে আগুন, মৃত্যু হল ওড়িশার নির্যাতিতার
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বিনোদন জগতের সঙ্গে যুক্ত রয়েছেন সুমি হর চৌধুরী। বিভিন্ন বাংলা বিনোদন চ্যানেলে পার্শ্ব চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। তবে শুধু ছোট পর্দা নয় এর পাশাপাশি মঞ্চেও নাটক অভিনয় করেছেন সুমি।
জানা যায়, ২০২৫ সালের জানুয়ারি মাসেও একটি নাটকের দলের সঙ্গে যুক্ত ছিলেন অভিনেত্রী। কিন্তু এমতবস্থায় হঠাৎ কেন এই পরিণতি হল এই অভিনেত্রীর তা নিয়ে প্রবল সমালোচনা শুরু হয়েছে টলিপাড়ায়।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |