শ্বেতা মিত্র, কলকাতাঃ সিনেমা প্রেমীরা অধীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন পুষ্পা ২ (Pushpa 2: The Rule) সিনেমা নিয়ে। জনপ্রিয় দক্ষিণী তারকা অল্লু অর্জুন ও রশমিকা মন্দনা অভিনীত আগের পার্টটি ব্লকবাস্টার হিট হয়েছিল। এবার আসছে এই সিনেমার দ্বিতীয় অংশ। ইতিমধ্যেই টিজার থেকে শুরু করে ট্রেলারও প্রকাশ্যে এসেছে পুষ্পা ২-এর। আসন্ন এই সিনেমাকে ঘিরে সকলের উত্তেজনা একদম তুঙ্গে রয়েছে। বহু প্রতীক্ষিত ‘পুষ্পা- দ্য রুল’-এর মুক্তি যত ঘনিয়ে আসছে, ততই বিতর্ক বাড়ছে ছবিটিকে ঘিরে। এবার নতুন করে আইনি বিবাদে জড়ালেন অল্লু অর্জুন। হ্যাঁ ঠিকই শুনেছেন। এখন নিশ্চয়ই ভাবছেন কী হয়েছে? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
আইনি বিবাদে জড়ালেন অল্লু অর্জুন
হায়দরাবাদের জওহর নগর থানায় টলিউড সুপারস্টারের বিরুদ্ধে গ্রিন পিস এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াটার হারভেস্টিং ফাউন্ডেশনের সভাপতি ভৈরী শ্রীনিবাস গৌড় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে শ্রীনিবাস গৌড় অল্লু অর্জুনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন, কারণ তিনি মনে করেন যে সিনেমার প্রমোশন চলাকালীন “সেনাবাহিনী” শব্দটি ব্যবহার করা অনুপযুক্ত।
কী বলেছিলেন অল্লু অর্জুন?
অল্লু অর্জুন জানান, “আমার ভক্ত নেই, আমার একটা আর্মি আছে।” পুষ্পা ২-এর প্রচারের সময়, এই কথাটি উল্লেখ করেন তিনি। তিনি তার ভক্ত সম্প্রদায়কে “আল্লু অর্জুন সেনা” বলে উল্লেখ করেন। যাইহোক, শ্রীনিবাস গৌড় যুক্তি দেন যে “সেনাবাহিনী” শব্দটির ব্যবহার অবমাননাকর, কারণ এটি দেশের সেবাকারী সশস্ত্র বাহিনীর সাথে সম্পর্কিত পবিত্রতা এবং সম্মানকে ক্ষুণ্ণ করে।
শ্রীনিবাস গৌড় জোর দিয়েছিলেন যে “সেনাবাহিনী” শব্দটি গভীর সম্মান এবং দেশপ্রেমের অনুভূতি বহন করে। কোনো ফ্যান গ্রুপ বা ব্যক্তিগত প্রচারের জন্য আকস্মিকভাবে গ্রহণ করা উচিৎ নয়। অভিযোগকারী অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের করার আহ্বান জানিয়েছেন।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |