TRP টপার হতে কোমর কষছে রায়ান-পারুল জুটি! ধারাবাহিকে এন্ট্রি ‘গাঁটছড়া’ অভিনেতার

Published on:

anindya chatterjee enters parineeta serial

পার্থ সারথি মান্না, কলকাতাঃ বর্তমানে যে সমস্ত সিরিয়াল পর্দায় সম্প্রচারিত হয় তার মধ্যে জনপ্রিয় একটি জি বাংলার ‘পরিণীতা’ (Parineeta)। অপেক্ষাকৃত নতুন হলেও উদয় প্রতাপ সিংহ ও ঈশানি চ্যাটার্জীর জুটি বেশ মনে ধরেছে দর্শকদের। টিআরপি (Target Rating Point) তালিকাতেও সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। কারণ পুরোনোদের টেক্কা দিয়ে শেষ প্রকাশিত টার্গেট রেটিং পয়েন্টের তালিকায় দ্বিতীয় স্থান দখল করেছে ধারাবাহিকটি।

দর্শকদের নিউ ফেবারেট ‘পরিণীতা’

WhatsApp Community Join Now

বিগত কয়েক মাসে TRP-র অভাবে বেশ কিছু মেগা বন্ধ হয়েছে। অন্যদিকে একাধিক সিরিয়াল চালুও হয়েছে। তবে খুব কমই এমন রয়েছে যেগুলো দর্শকদের ভালোবাসা পেয়ে টিআরপি তালিকায় সেরার দৌড়ে শামিল হয়েছে। রায়ান-পারুলের ‘পরিণীতা’ তাদের মধ্যেই অন্যতম। বিশেষ করে বর্তমানে চলা কলেজের ‘ফ্রেশ ফেস’ কম্পিটিশনের জেরে আরও টানটান উত্তেজনার পর্ব চলছে। কে হবে কলেজের নতুন ফ্রেশ ফেস সেই নিয়েই চলছে টানটান লড়াই। তবে এরই মাঝে রয়েছে নতুন খবর।

সিরিয়ালে এন্ট্রি নতুন হিরোর!

এবার ধারাবাহিকে এন্ট্রি নিলেন আরেক জনপ্রিয় অভিনেতা অনিন্দ চ্যাটার্জী। এর আগে গাঁটছড়া থেকে নিম ফুলের মধুর মত মেগাতেও দেখা গিয়েছে তাকে। কলেজের কম্পিটিশনের শেষেই প্রথমবার এন্ট্রি নিতে দেখা যাবে তাকে। পারুলের নাচের পারফর্মেন্স শেষ হলে সকলের ভিড়ে আলাদা করে কমপ্লিমেন্ট দিয়ে যাবে সে। তবে পজিটিভ চরিত্র নাকি নেগেটিভ চরিত্রে দেখা যাবে তা এখুনি কিছু বলা যাচ্ছে না, আগামী দিনেই সেটা বোঝা যাবে।

প্রসঙ্গত, কলেজের কম্পিটিশনে পারুলকে হেনস্থা করার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়েছিল রায়ান ও শিরিন। নাচের জন্য হিন্দি গান চালিয়ে দেওয়া হলে একপ্রকার ভ্যাবাচ্যাকা খাওয়ার মত অবস্থা হয় পারুলের। তবে পরবর্তীতে বাংলা গানেই দুর্দান্ত পারফর্মেন্স দিয়ে বিচারক সহ সকলকেই চমকে দিয়েছে সে। এমনকি শেষমেশ রায়ানের সাথে সেও হয়ে গিয়েছে কলেজের ‘ফ্রেশ ফেস’।

সঙ্গে থাকুন ➥
X