সলমনের পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন অনিরুদ্ধাচার্য? বিগ বসের সেট থেকে ছবি ভাইরাল

Published on:

bigg boss 18

মুম্বইঃ Bigg Boss 18 নিয়ে সকলের উত্তেজনা তুঙ্গে রয়েছে। মাত্র কয়েকদিন হল এই রিয়েলিটি শো-টি শুরু হয়েছে। এদিকে বিগ বস সম্প্রচারিত হবে অথচ বিতর্ক হবে না সেটা তো হতেই পারে না। এবারও সেটার ব্যতিক্রম ঘটল না। গত ৬ অক্টোবর রিয়েলিটি শো ‘বিগ বস ১৮’-এর গ্র্যান্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এদিন বিখ্যাত অনিরুদ্ধাচার্য মহারাজও (Aniruddhacharya সেটে অতিথি হিসেবে এসেছিলেন। বিগ বসের সেটে অনিরুদ্ধাচার্য-র উপস্থিতি সকলকে চমকে দিয়েছিল। শুধু তাই নয়, সলমন খানকে সঞ্চালনা করার জন্য তিনি ভগবত গীতাও দিয়েছিলেন। এই ঘটনার পরেই তাঁর ভক্তদের মধ্যে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এদিকে গোদের ওপর বিষফোঁড়া হয় সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ছবিকে ঘিরে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ভাইরাল ছবি ঘিরে তুঙ্গে বিতর্ক

এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে ছবিতে কী রয়েছে? তাহলে জানিয়ে রাখি, ছবিতে অনিরুদ্ধাচার্য মহারাজকে সলমন খানের পা ছুঁয়ে প্রণাম করতে দেখা যাচ্ছে। আর ওই ছবিকে ঘিরে সর্বত্রই ছিঃ ছিঃ পড়ে গিয়েছে। যদিও এই ছবিটিকে ভুয়ো বলেই অনিরুদ্ধাচার্য নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন। এই ভুয়ো ছবি সম্পর্কে প্রকাশ্যে এনে তিনি আরও জানান, যে অভিযুক্ত এই ফেক ছবি এডিট করেছিল, তাকেও গ্রেফতার করা হয়েছে।

মহারাজের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা!

জানা গিয়েছে, অভিযুক্তের নাম মহম্মদ আসিফ আলি। অভিযোগ, অনিরুদ্ধাচার্য মহারাজের ভাবমূর্তি নষ্ট করতে এবং সমাজে ঘৃণা ছড়াতে ওই ব্যক্তি ছবিটি বিকৃত করেছেন। অভিযুক্তের ছবি শেয়ার করে অনিরুদ্ধাচার্য মহারাজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লেখা হয়েছে, “পূজনীয় মহারাজকে অপমান করার উদ্দেশ্যে ছবিটি বিকৃত করেছেন। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম ও জনসমক্ষে মিথ্যা গুজব ছড়িয়ে তাকে বিভ্রান্ত করেন। অভিযুক্তকে উচিত শিক্ষা দেওয়া হয়েছে।”

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এদিকে সলমন খানের সঙ্গে একটি ছবি শেয়ার করে অনিরুদ্ধাচার্য মহারাজ ক্যাপশনে লিখেছেন, ‘বিগ বস ১৮-এর সেটে বাড়ির ভিতরে যাওয়া সমস্ত সদস্যকে আশীর্বাদ করার পাশাপাশি, সলমনযে ভগবত গীতা দিয়েছিলাম।’

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group