TRP ফেরাতে মেগা টুইস্ট অনুরাগের ছোঁয়ায়, আসছে নতুন সোনা-রুপা, কারা তাঁরা?

Published on:

Anurager Chhowa takes another Leap Who will be playing Sona Rupa's character

পার্থ সারথি মান্না, কলকাতাঃ একটা সময় টিআরপি তালিকায় (TRP List) রাজত্ব করেছিল ‘অনুরাগের ছোঁয়া’। আজ তিন বছর পেরিয়ে ষ্টার জলসার এই মেগার জনপ্রিয়তা কিছুটা ফিকে হলেও বজায় রয়েছে। সম্প্রতি ফের একবার লিপ নিয়েছে ধারাবাহিকটি। যার ফলে সোনা ও রুপা দুজনেই অনেকটা বড় হয়ে গিয়েছে দেখা যাচ্ছে। তাহলে কাদের দেখা যাবে নতুন সোনা-রুপা হিসাবে? চলুন জেনে নেওয়া যাক।

অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে মেগা টুইস্ট

সম্প্রতি স্টার জলসার অফিসিয়াল পেজে একটি প্রোমো ভিডিও রিলিজ করা হয়েছে। যেখানে শুরুতেই দেখা যাচ্ছে দীপা একটি ক্যাটারিং বা ফুড ডেলিভারি ব্যবসা শুরু করেছে। দোলের দিনে বড় অর্ডারের জন্য রান্না করছে সে। মেয়ে সোনা হুইলচেয়ারে বসে থাকা বাবা সূর্যকে নিয়ে আসতেই তাদের দীপা বলে বাইরে যেতে সবাই রং খেলছে। সোনাও মাকে রং খেলতে আসার অনুরোধ করে। কিন্তু রান্নার কাজ ছেড়ে যেতে চাইনি সে।

এদিকে সোনা চলে যেতেই দীপা বলে ওঠে, ‘কোথায় চলে গেলি রুপা? তোকে ছাড়া যে আমার জীবনটা সম্পূর্ণ রংহীন’। এরপরেই দেখা যাচ্ছে রাধা কৃষ্ণের সামনে হাত জোড় করে দাঁড়িয়ে রুপা। সে বলে উঠল, তুমি তো জানো ঠাকুর মা আর রুপার জন্য অপেক্ষা করে না’। ৩০ সেকেন্ডের এই প্রোমো ইতিমধ্যেই সুপার ভাইরাল ৫৪ লক্ষেরও বেশি অনুষ দেখে ফেলেছেন।

ভুল বুঝে মায়ের থেকে আলাদা রুপা

আসলে কিছুদিন আগেই আবারও বেঁচে ফিরেছে মিশকা। আর এসেই খুনের দায় চাপিয়ে দিয়েছে রুপার ঘাড়ে। এমনকি মা দীপাও পুলিশকে বলে যে রুপাকে পুলিশের হাতে তুলে দেবে। এমন কথা শোনার পর অভিমান ও রাগে দূরে চলে গিয়েছে রুপা। কিভাবে আবারও সব বাঁধা পেরিয়ে এক হবে সূর্য-দীপা ও তার গোটা পরিবার? সেটাই এখন দেখার অপেক্ষা।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

আরও পড়ুনঃ দিঘায় কবে খুলবে জগন্নাথ মন্দিরের দরজা? দিনক্ষণ স্থির করল নবান্ন

নতুন সোনা-রুপার আসল পরিচয়

প্রোমো দেখেই বোঝা যাচ্ছে বড় হয়ে গিয়েছে সোনা ও রুপা দুজনেই। তাই নতুন অভিনেত্রীরা এন্ট্রি নিয়েছেন ধারাবাহিকে। এখন দর্শকদের প্রশ্ন এই অভিনেত্রীদের নাম ও পরিচয় কি? উত্তরে জানা যাচ্ছে রুপার চরিত্রে দেখা যাবে সংহিতা বন্দ্যোপাধ্যায়কে। এই ধারাবাহিকের মাধ্যমেই টিভিতে আত্মপ্রকাশ করলেন অভিনেত্রী। এছাড়া সোনা হিসাবে দেখা যাবে অভিনেত্রী নিশা পোদ্দারকে। এর আগে ‘এখানে আকাশ নীল’ থেকে ‘মন দিতে চাই’ এর মত সিরিয়ালে কাজে করেছেন তিনি।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥