পার্থ সারথি মান্না, কলকাতাঃ বাঙালি দর্শকদের জনপ্রিয় সিরিয়ালের তালিকায় অন্যতম একটি হল ষ্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa)। দেখতে দেখতে ৩ বছর পেরিয়েছে শুরু হওয়ার পর। মাঝে বহুবার টিআরপি কম বেশি হয়েছে তবে দুবছরেরও বেশি সময় ধরে TRP তালিকায় সেরা দশে ও প্রায় এক বছর বেঙ্গল টপার হয়েছিল ধারাবাহিকটি। সম্প্রতি ধামাকা পর্বের জেরে ফের একবার শিরোনামে উঠে এসেছে ‘অনুরাগের ছোঁয়া’।
মিশকার খেল খতম!
সূর্য দীপার কাহিনীতে শুরু থেকেই ভিলেন ছিল মিশকা। একবার নয় একাধিকবার ব্যর্থ হলেও হাল ছাড়েনি কিছুতেই। এর জন্য দর্শকদের কাছ থেকে বহু গালমন্দের পাশাপাশি দুর্দান্ত অভিনয়ের জেরে প্রশংসাও কুড়িয়েছেন অভিনেত্রী অহনা দত্ত। তবে এবার দেখা গেল পুলিশের গুলি খেয়ে সুইমিং পুলের জলে পড়ে গিয়েছে মিশকা। আর সেখানে কারেন্ট লাগার কারণে সে মারা যাবে। এই দৃশ্য ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।
অনেকেই মিশকার গুলি খাওয়া থেকে পুলের জলে পরে যাওয়ার দৃশ্যের ছবি শেয়ার করেছেন। নেটিজেনদের মতে, ইতিহাস সৃষ্টি করে চলে গেল মিশকা। তো আবার কেউ বলছেন, আজকের দৃশ্য দেখে মনে হল মিশকাই বাংলা সিরিয়েলের সর্বশ্রেষ্ঠ ভিলেন। তবে এখানেই শেষ নয়, মিশকা চলে যাওয়ার পর ধারাবাহিকটি শেষ হওয়া উচিত বলেও দাবি করেছেন দর্শকদের অনেকেই।
শেষ হচ্ছে অনুরাগের ছোঁয়া?
বর্তমানে গল্প অনেকটাই এগিয়েছে, কিছুদিন আগেই দর্শকদের দীর্ঘদিনের ইচ্ছা পূরণ করে এক হয়েছে সূর্য দীপা। এরপর দেখা গেছে রুপাকে বাঁচাতে গিয়ে কোমায় চলে গিয়েছিল দীপা, যদিও সে তার আসল পরিচয় প্রকাশ্যে আনেনি তখনও। তবে মাকে সুস্থ করতে ও জ্ঞান ফিরিয়ে আনতে রুপা নিজের পরিচয় সামনে আনে আর দীপাও জ্ঞান ফিরে পায়।
আরও পড়ুনঃ গীতা-ফুলকির দিন শেষ, ব্যাক টু ব্যাক ছক্কা হাঁকাচ্ছে পরিণীতা, দেখুন লেটেস্ট TRP তালিকা
এরপরেই সূর্য-দীপার সুখের সংসার সহ্য না করতে পেরে তাদের শেষ করে দেওয়ার জন্য শেষ প্রচেষ্টা করেছিল মিশকা। কিন্তু তাতে সে ব্যর্থ তো হয়ই, উল্টে নিজের জীবনটাও শেষ করে ফেলে। মেগার আসল ভিলেন মারা যাওয়ার পর স্বাভাবিকভাবেই দর্শকদের মনে প্রশ্ন জাগছে এবার কি তবে শেষ হবে অনুরাগের ছোঁয়া? এই প্রশ্নের উত্তর এপর্যন্ত মেলেনি। অবশ্য সদ্য প্রকাশিত টিআরপি তালিকায় সেরা দশে না থাকলেও তিন বছর পেরিয়ে ৬.১ পয়েন্ট পেয়েছে ধারাবাহিকটি।