আরজি কর কাণ্ডের পর এবার পহেলগাঁও! নিজের কায়দায় প্রতিবাদ জানালেন অরিজিৎ সিং

Published on:

Pahalgam

প্রীতি পোদ্দার, কলকাতা: মৃত্যুপুরীতে পরিণত হয়েছে কাশ্মীরের পহেলগাঁও (Pahalgam)। কিছুদিন আগে পর্যন্ত এই জায়গাটি ছিল ভূ-স্বর্গের শ্রেষ্ঠ পর্যটন স্থল। কিন্তু আজ সেই জায়গায় পরে রয়েছে অসংখ্য সাধারণ মানুষের রক্তের ছাপ। গত মঙ্গলবার যখন পর্যটকেরা এই জায়গায় ভ্রমণের স্বাদ উপভোগ করছিল তখন মুহূর্তের মধ্যে জঙ্গিরা নিরীহ পর্যটকদের উপর হামলা করেছিল। যার দরুণ মৃত্যু হয়েছে অন্তত ২৬ জনের। আহত হয়েছেন অনেকেই। ইতিমধ্যেই ঘটনার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন লস্কর-এ-তৈয়বা।

এদিকে এই জঙ্গি হামলায় রীতিমত বিক্ষোভের ঝড় উঠেছে দেশ জুড়ে। রাজনীতি থেকে শুরু করে বিনোদন জগৎ, সমস্ত জায়গায় এই হামলা নিয়ে এক জোর বিতর্ক এবং সমালোচনা শুরু হয়েছে। পাকিস্তানের মদত রয়েছে এই সন্দেহেই ভারওএকাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। বলিউডেও পড়েছে তার ছাপ। অনেকে ইতিমধ্যেই শুরু করেছে এই নৃশংস জঙ্গি হামলার প্রতিবাদ। এবার সেই প্রতিবাদের দলে নাম লেখালেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী বাংলার ছেলে অরিজিৎ সিং। কাশ্মীরের এই মর্মান্তিক ঘটনায় এবার তিনি নিলেন এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

কনসার্ট বাতিলের সিদ্ধান্ত অরিজিৎ এর

বরাবরই গানের জগতে সেরা গায়কের তালিকায় অরিজিৎ সিংহের নাম শিরোনামে থাকবেই। তাইতো অরিজিৎ সিং এর গানের কনসার্ট মানেই অনুরাগীদের উত্তেজনা। কিন্তু এবার সেই কনসার্টকে ঘিরেই নিয়ে ফেললেন এক দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত। জানা গিয়েছে আগামী ২৭ এপ্রিল চেন্নাই শহরে অরিজিৎ সিংহের এক কনসার্ট রয়েছে। টিকিট বিক্রিও শুরু হয়ে গিয়েছে। কিন্তু এবার অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন অরিজিৎ। সোশ্যাল মিডিয়ায় এক লম্বা পোস্টের মাধ্যমে তিনি এই সিদ্ধান্ত পাবলিক করেছেন। মূলত পহেলগাঁও কাণ্ডে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই অনুষ্ঠান না করার সিদ্ধান্ত তাঁর।

আয়োজকদের তরফে জরুরি ঘোষণা

অন্যদিকে অরিজিৎ সিং এর অনুষ্ঠানের আয়োজকদের তরফ থেকে অনুষ্ঠান বাতিলের ঘোষণা করা হয়েছে। আয়োজকদের বিবৃতিতে বলা হয়েছে, “একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। সম্প্রতি ঘটে যাওয়া এই দুর্ভাগ্যজনক ঘটনার জেরে, আয়োজক ও শিল্পী যৌথ ভাবে অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ২৭ এপ্রিল, অর্থাৎ রবিবার চেন্নাইয়ে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল।” পাশাপাশি আয়োজকদের তরফে এও জানানো হয়েছে যে, যাঁরা এই অনুষ্ঠানের টিকিট কেটেছিলেন, তাঁদের সকলকে পুরো টাকা ফেরত দেওয়া হবে। দর্শকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টেই সরাসরি টাকা পৌঁছে যাবে। আয়োজকদের এই ঘোষণা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এও শেয়ার করেছেন অরিজিৎ সিং।

প্রসঙ্গত, গত বছর আরজি কর-কাণ্ডের সময়ে তিলোত্তমার বিচার চাইতে ‘আর কবে’ শীর্ষক গান বেঁধেছিলেন অরিজিৎ সিং। বিভিন্ন আন্দোলনকারী তাঁর গানেই খুঁজে পেয়েছিলেন প্রতিবাদের ভাষা। তবে গান ছাড়াও তিনি নিজেও একাধিক সিদ্ধান্ত নিয়েছিলেন। এ বারও পহেলগাঁও কাণ্ড নিয়ে প্রথম থেকেই যখন তিনি চুপ করে ছিলেন, কোনও মন্তব্য করেননি তখনি অনুরাগীরা অপেক্ষা করেছিলেন, এমন ভয়াবহ ঘটনা নিয়ে কী প্রতিক্রিয়া দেবেন অরিজিৎ? অবশেষে প্রতিবাদ জানালেন শিল্পী। তাই আবার নিজের কায়দায়। 
সঙ্গে থাকুন ➥