‘২০০০ কোটি আয়, পেয়েছি মাত্র ১ কোটি!’ আমির খানের ‘দঙ্গল’ নিয়ে বিস্ফোরক ববিতা ফোগাট

Published on:

dangal phogat family

শ্বেতা মিত্র, কলকাতাঃ বিখ্যাত বলিউড সিনেমা ‘দঙ্গল’ (Dangal) নিয়ে এবার গুরতর অভিযোগ সামনে এল। সিনেমা মুক্তির কয়েক বছর পর এবার কুস্তিগীর পরিবারের তরফে এমন এক অভিযোগ তোলা হয়েছে যারপরে চমকে গিয়েছে বলিউড তথা সমগ্র দেশ। প্রাক্তন মহিলা কুস্তিগীর ববিতা ফোগাট তাঁর এবং পরিবারের উপর নির্মিত দঙ্গল সিনেমা সম্পর্কে একটি বড় দাবি করেছেন।

যারা সিনেমাটা দেখেছেন তাঁরা নিশ্চয়ই জানবেন, এই ছবির মূল চরিত্রে অভিনয় করেছিলেন সুপারস্টার আমির খান। ছবিতে গীতা ও ববিতার কৃতিত্বের কথাও উল্লেখ করা হয়েছে। ছবিটি ব্লকবাস্টার হিট ছিল এবং প্রায় ২০০০ কোটি টাকা আয় করেছিল। তবে আপনারা জানলে আকাশ থেকে পড়বেন, ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত এই সুপারহিট ছবির জন্য ফোগাট পরিবার পেয়েছিল মাত্র এক কোটি টাকা। আর এমনটাই দাবি করে শোরগোল ফেলে দিয়েছেন কুস্তিগীর ববিতা ফোগাট নিজেই।

‘দঙ্গল’ নিয়ে বিস্ফোরক ববিতা ফোগাট | Babita Phogat On Dangal |

সম্প্রতি এক সংবাদমাধ্যমেকে দেওয়া সাক্ষাৎকারে ববিতা ফোগাট জানান, সিনেমাটি বিশ্বব্যাপী ২০০০ কোটি টাকা আয় করেছিলো। কিন্তু এর মধ্যে থেকে মাত্র এক কোটি টাকা ফোগাট পরিবার পেয়েছিল।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

তখন সঞ্চালক তাঁকে জিজ্ঞাসা করে যে ব্যাপারটা তাকে হতাশ করেছে কিনা? এই প্রশ্নের জবাবে ববিতা তার বাবা মহাবীর ফোগাটের শেখানো মূল্যবোধের প্রতিফলন ঘটিয়ে সদয় উত্তর দেন। বলেন, “না, বাবা একটা কথা বলেছে, মানুষের ভালোবাসা আর সম্মানটা বেশি জরুরি।”

২০১৬ সালে মুক্তি পায় সিনেমাটি

উল্লেখ্য, সিনেমাটি ২০১৬ সালের ২৩ ডিসেম্বর মুক্তি পায়। এটি পরিচালনা করেছিলেন নীতেশ তিওয়ারি, যেখানে আমির খান কেবল মহাবীর ফোগাটের প্রধান চরিত্রেই অভিনয় করেননি, তিনি ছবিটির সহ-প্রযোজকও ছিলেন। এটি মহাবীর ফোগাটের যাত্রা এবং কীভাবে তিনি ছেলে না থাকার দুঃখ ভুলে মেয়েদের কুস্তিগীর হতে সাহায্য করেছিলেন দেশের জন্য পদক জিতিয়েছিলেন সেটা তুলে ধরা হয়েছিল।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥