সফল হিরো থেকে নেতা! মোট কত সম্পত্তির মালিক ছিলেন জয় ব্যানার্জি?

Published on:

joy banerjee wealth

বিক্রম ব্যানার্জী, কলকাতা: না ফেরার দেশে পাড়ি দিয়েছেন হীরক জয়ন্তী, মিলন তিথি, জীবন মরণের মতো ছবির নায়ক জয় ব্যানার্জি। সোমবার সকাল, 11টা বেজে 35 মিনিট নাগাদ দীর্ঘ রোগ ভোগের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাঙালি অভিনেতা তথা বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। জয়ের মৃত্যুতে কার্যত ভেঙে পড়েছে গোটা টলিউড ইন্ডাস্ট্রি! ইতিমধ্যেই অভিনেতা ওরফে রাজনীতিকের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনেত্রী সাংসদ শতাব্দী রায় থেকে শুরু করে অভিনয় জগতের নানান কলাকুশলী।

কীভাবে মৃত্যু হল জয় বন্দ্যোপাধ্যায়ের?

জয় বন্দ্যোপাধ্যায়ের পরিবার সূত্রে খবর দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। গত 15 আগস্ট স্বাধীনতা দিবসের দিন পরিস্থিতি বেগতিক দেখে জয়কে হাসপাতালে ভর্তি করা হয়। অভিনেতার সহকারি ছোটু জানিয়েছেন, দীর্ঘদিন শ্বাসকষ্টজনিত সমস্যা সহ আরও একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন জয়। তবে শেষ ধাক্কা সহ্য করতে না পেরে অবশেষে কলকাতার হাসপাতালে মৃত্যুবরণ করলেন তিনি।

জয়ের রাজনৈতিক কেরিয়ার

পুরনো কাসুন্দি ঘেঁটে জানা গেল, 2014 সালে প্রথমবারের জন্য লোকসভা নির্বাচনে শতাব্দী রায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন জয় বন্দ্যোপাধ্যায়। তবে সেবার বিজেপি টিকিটে হারতে হয়েছিল তাঁকে। এরপর একেবারে গা ঘামিয়ে রাজনীতির ময়দানে নেমে পড়েন অভিনেতা।

সেই মতোই 2019 সালে উলুবেড়িয়া থেকে লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে তৃণমূল সাংসদ সাজদা আহমেদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। তবে শেষ পর্যন্ত 2021 সালে দাঁড়িয়ে আনুষ্ঠানিকভাবে অভিনেতা জানিয়ে দিয়েছিলেন, তিনি আর গেরুয়া শিবিরের প্রতিনিধিত্ব করবেন না। তবে জানা যায়, ঘোষণার পরও বঙ্গ বিজেপির রাজ্য কমিটির সদস্য ছিলেন জয়। এবার তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক মহলেও।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

অবশ্যই পড়ুন: দুটোতেই জিতব, ইনশাল্লাহ! এশিয়া কাপের আগেই ভারতকে হুমকি পাক পেসারের

জয় ব্যানার্জীর ব্যক্তিগত সম্পদের পরিমাণ

অভিনেতার প্রয়াণ দিবসে যেন বেশি করে তাঁর পুরনো ছবি এবং নানান কীর্তিকলাপ নিয়ে আলোচনা শুরু করেছেন নেট নাগরিকরা। আর সেইসব আলোচনার মাঝেই উঠে আসছে জয়ের ব্যক্তিগত সম্পত্তির প্রসঙ্গও।

সেই কৌতূহলের বশেই জানা গেল, 2014 সালের লোকসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হলফনামায় জয়ের মোট ব্যক্তিগত সম্পদের পরিমাণ ছিল 5 লক্ষ 51 হাজার 537 টাকা। তবে 2019 সালে উলুবেড়িয়ার বিজেপি প্রার্থীর ব্যক্তিগত সম্পদের পরিমাণ নেমে গিয়ে 2 লক্ষ 46 হাজার 933 টাকায় দাড়ায়। মাইনেতা ডট ইনফোর ওয়েবসাইট থেকে এই তথ্য পাওয়া গিয়েছে। বলে রাখি, হলফনামায় দেখানো জয়ের মোট সম্পদের হিসেব নিয়ে বিতর্ক রয়েছে!

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥