TRP-র লড়াইয়ে মহাযুদ্ধ ফুলকি, কথার! এ সপ্তাহে টপার কে? রইল তালিকা

Published on:

trp list this week

কলকাতাঃ এসে গেল আরো একটা বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার মানেই হল বাংলা সিরিয়াল গুলি থেকে শুরু করে বিভিন্ন ফিকশন এবং নন ফিকশন শো এর ভাগ্য নির্ধারণের দিন। বর্তমান সময়ে এমন মানুষকে হয়তো খুব কমই খুঁজে পাওয়া যাবে যিনি কিনা বাংলা সিরিয়াল দেখেন না। আর সিরিয়াল দেখা মানেই হল প্রতি সপ্তাহে কোন বাংলা সিরিয়ালর কত কী টিআরপি হল? কোন সিরিয়াল এগিয়ে গেল আবার কোন সিরিয়াল পিছিয়ে গেল তা জানার জন্য সকলেই কম বেশি মুখিয়ে থাকেন। এবারও তার ব্যতিক্রম ঘটলো না। কিন্তু এবারও বাংলা সিরিয়ালগুলির টিআরপি রাতে যা পরিবর্তন ঘটল তা দেখে হয়তো আপনিও চমকে যেতে পারেন। জি বাংলা না স্টার জলসা? চলতি সপ্তাহে কোন চ্যানেল টিআরপিতে বাজিমাত করল তা জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির উপর।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

প্রকাশ্যে এল TRP List

সম্প্রতি গিয়েছে দুর্গাপুজো। এদিকে সামনেই রয়েছে দিওয়ালি থেকে শুরু করে আরো নানারকম উৎসব। আর এইসকল উৎসবের মাঝে ঘরে বসে কেই বা বেশি থাকে। ফলে যার প্রভাব টিআরপি চার্টে বেশ খানিকটা লক্ষ্যনীয়। TRP রেটে এইবারে বেশ খানিকটা কমতি দেখা দিয়েছে। ৭-এর বদলে ৬ এর ঘরেই আটকে রয়েছে বিভিন্ন সিরিয়ালের দৌড়। তবে আপনি কি জানেন যে চলতি সপ্তাহে কোন সিরিয়াল বেঙ্গল টপার হয়েছে? কোন চ্যানেলের সিরিয়াল বাজিমাত করেছে? জানতে চোখ রাখুন আর্টিকেলটির ওপর।

আপনিও কি জানার জন্য অপেক্ষা করছেন তাহলে আর আপনাদের বেশিক্ষণ ধৈর্য পরীক্ষা না নিয়ে জানিয়ে দিই এইবারে যুগ্ম বেঙ্গল টপার পেলেন দর্শকরা। হ্যাঁ ঠিকই শুনেছেন। আর সবথেকে বড় কথা স্টার জলসা এবং জি বাংলা এই দুই বড় চ্যানেলেরই একটি একটি করে মেগা বেঙ্গল টপারের তকমা পেয়েছে চলতি সপ্তাহে। চলতি সপ্তাহে ৬. ৬ রেটিংস পেয়ে যুগ্ম প্রথম হয়েছেন জি বাংলার ‘ফুলকি’ এবং স্টার জলসার ‘কথা’।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বাকি সিরিয়ালগুলির অবস্থা কী?

দ্বিতীয়- নিম ফুলের মধু ৬. ৩।

তৃতীয়- গীতা LLB ৬. ২।

চতুর্থ- জগদ্ধাত্রী ৬. ১।

পঞ্চম- উড়ান ৬. ০।

ষষ্ঠ- রোশনাই, কোন গোপনে মন ভেসেছে ৫. ৭।

সপ্তম- শুভ বিবাহ ৫. ৫।

অষ্টম- অনুরাগের ছোঁয়া, হরগৌরী পাইস হোটেল, রাঙ্গামতি তীরন্দাজ ৫. ২।

নবম- আনন্দী ৫. ০।

দশম- ডায়মন্ড দিদি জিন্দাবাদ ৪. ৯।

নন ফিকশন ••

রান্নাঘর ০. ৭

দিদি No. 1 S9 1.8

দিদি No. 1 S9 Sunday 5.0 | Jalsha Sunday Fiction 5.8

SRGMP 5.3 | Weekend Fiction 5.2।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group