শুরুতেই সেরার তালিকায় পরশুরাম, কোথায় টপার পরিণীতা? দেখুন লেটেস্ট TRP তালিকা

Published on:

TRP list of Bengali Serials

পার্থ সারথি মান্না, কলকাতাঃ দেখতে দেখতে একটা গোটা সপ্তাহ শেষ হয়ে ফের বৃহস্পতিবার চলে এসেছে। আর নিয়মমত প্রকাশ্যে এসেছে বাংলা ধারাবাহিকের টার্গেট রেটিং পয়েন্টের তালিকা। এই লিস্টের উপরেই নির্ভর করে মেগার আগামী দিনের ভবিষ্যৎ, তাই দর্শকদের পাশাপাশি খোদ অভিনেতা অভিনেত্রীরাও অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন। বিগত দুমাস যাবৎ টিআরপি তালিকায় একাই রাজত্ব করছে পরিণীতা। সেই ধারাই বজায় থাকল নাকি ঘুরে গেল খেলা?

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কে হল বেঙ্গল টপার? TRP List This Week

যে তালিকা প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে প্রতিবারের মত এবারেও সেরার মুকুট উঠেছে পরিণীতার মাথায়। এসপ্তাহে ৭.২ পয়েন্ট পেয়েছে পারুল ও রায়ানের। জুটি। যদিও দ্বিতীয়র থেকে ব্যবধান অনেকটাই কম। নতুন মেগার মধ্যে কারা জায়গা পেল সেরা পাঁচে? চলুন দেখে নেওয়া যাক তালিকা।

এ সপ্তাহের সেরা পাঁচ ধারাবাহিক

অল্প কিছু পয়েন্টের জন্য পিছিয়ে এসপ্তাহে দ্বিতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী। দুর্গার দৌলতে টানটান উত্তেজনার পর্ব দেখিয়ে ৬.৮ পেয়েছে ধারাবাহিকটি। এরপরেই রয়েছে ফুলকি, এবারে তাঁর ঝুঁলিতে এসেছে ৬.৬ পয়েন্ট। চতুর্থ স্থানে রয়েছে দুই মেগা, একটি রাঙ্গামতি তীরন্দাজ ও আরেকটি পরশুরাম আজকের নায়ক। অর্থাৎ পুরোনোদের ভিড়ে সেরা পাঁচে এন্ট্রি নিয়েছে তৃণা ও ইন্দ্রজিতেরমেগা। চতুর্থ স্থানেও রয়েছে দুই মেগা একটি কথা ও আরেকটি কোন গোপনে মন ভেসেছে। এই ছিল এসপ্তাহের সেরা পাঁচ। এবার দেখে নেওয়া যাক সেরা দশের নম্বর সহ সম্পূর্ণ টিআরপি তালিকা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

বাংলা সিরিয়ালের সেরা দশের টিআরপি । Bengali Serial Top 10 Serial TRP

পরিণীতা  – ৭.২
জগদ্ধাত্রী – ৬.৮
ফুলকি – ৬.৬
রাঙ্গামতি তীরন্দাজ, পরশুরাম আজকের নায়ক – ৬.৩
কথা, কোন গোপনে মন ভেসেছে – ৫.৯

আরও পড়ুনঃ গরমের ছুটির আগেই বদলে গেল স্কুলের টাইমিং, জারি নতুন শিডিউল

গৃহপ্রবেশ – ৫.৮
গীতা LLB, চিরদিনই তুমি যে আমার – ৫.৭
চিরসখা – ৫.৫
অনুরাগের ছোঁয়া + রোশনাই – ৫.২
মিত্তির বাড়ি – ৪.৭

অর্থাৎ নতুন মেগাগুলিও ইতিমধ্যেই দর্শকদের মন কাড়তে শুরু করেছে। তবে শুধুই মেগা নয়, সাথে নন ফিকশন রিয়েলিটি শোয়ের জনপ্রিয়তাও রয়েছে বেশ। এসপ্তাহের টিআরপি তালিকায় ৪.৬ পয়েন্ট পেয়েছে দিদি নাম্বার ওয়ান সানডে ধামাকা পর্ব। ৪.৭ পেয়েছে ডান্স বাংলা ডান্স।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group