কথা’র খেলায় উড়ে গেল ফুলকি, এ সপ্তাহের টপার কে? রইল TRP তালিকা

Updated on:

Target Rating Point

এসে গেল আরও একটা বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার দিনটা হল বাংলা চ্যানেল থেকে শুরু করে সিরিয়ালগুলির ভাগ্য নির্ধারণের। বর্তমান সময়ে বাংলার সিরিয়ালগুলির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। কে কাকে টেক্কা দিয়ে এগিয়ে যাবে কেউ বলতে পারে না। প্রতি সপ্তাহেই রীতিমতো ওলট পালট হচ্ছে টিআরপি চার্ট। আজও তার ব্যতিক্রম ঘটল না। আপনিও কি সিরিয়াল দেখতে পছন্দ করেন? তাহলে আজকের এই লেখাটির ওপর চোখ রাখুন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

TRP লিস্টে বিরাট চমক

এমনিতে দর্শকদের মনোরঞ্জনের জন্য, প্রতিটা গল্পে নতুন নতুন ট্যুইস্ট আনছেন সিরিয়াল কর্তৃপক্ষরা। কখনও সময় বদলানো হচ্ছে তো কখনও নায়ক, নায়িকা বাকি কলাকুশলীদের বদলানো হচ্ছে। এদিকে কয়েকদিন ধরে টলি পাড়ায় শ্যুটিং বন্ধ ছিল। তবে ফের চেনা ছন্দে সব কিছু শুরু হয়েছে। তবে এরই মাঝে প্রকাশ্যে এল বাংলা সিরিয়ালগুলির রেট চার্ট। আপনি কি জানেন যে এই সপ্তাহে টপার হল নিম ফুলের মধু। এই সপ্তাহে সিরিয়ালের প্রাপ্ত নম্বর হল ৭.০। ৬.৭ রেটিংস নিয়ে দ্বিতীয় হয়েছে স্টার জলসার কথা। জেনে নিন বাকি সিরিয়াগুলির টিআরপি রেটিংস কত।

তৃতীয়- উড়ান (৬.৬)

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

চতুর্থ- ফুলকি, শুভ বিবাহ (৬.৫)

পঞ্চম- কোন গোপনে মন ভেসেছে (৬.৩)

ষষ্ঠ- জগদ্ধাত্রী, রোশনাই (৬.২)

সপ্তম- গীতা LLB (৬.১)

অষ্টম- অনুরাগের ছোঁয়া (৫.৫)

নবম- মিঠিঝোরা (৫.২) ৪৫ মিনিট

দশম- ডায়মন্ড দিদি জিন্দাবাদ (৪.৯)।

নন ফিকশনের তালিকা

রন্ধনে বন্ধন ০.৭

দিদি No. 1 S9 ২.১

দিদি No. 1 S9 রবিবার ৫.১

SRGMP ৫.১

ইষ্টি কুটুম ২.০ & ২.২

খড়কুটো ১.৪।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group