পার্থ সারথি মান্না, কলকাতাঃ প্রতি সপ্তাহে বৃহস্পতিবার হলেই বাঙালি দর্শকদের হার্টবিট কিছুটা হলেও বেড়ে যায়। কারো এই দিনেই যে টার্গেট রেটিং পয়েন্টের (Target Rating Point) তালিকা প্রকাশ্যে আসে। তবে এ সপ্তাহে একদিন পিছিয়েছে TRP প্রকাশ্যে দিন। ইতিমধ্যেই নতুন তালিকা বেরিয়ে গিয়েছে। যেখানে সবাইকে চমকে পুরোনোদের টেক্কা দিয়ে ‘বেঙ্গল টপার’ হয়েছে নতুন মেগা। মিত্তির বাড়ি না পরিণীতা? জানতে আজেকের প্রতিবেদন সম্পূর্ণ পড়ুন।
কে হল বেঙ্গল টপার? TRP List This Week
দীর্ঘদিন ধরেই উদয় প্রতাপ সিংকে নায়ক হিসাবে দেখার জন্য দাবি জানিয়ে এসেছিলেন দর্শকেরা। সেই আশা পূরণ করে চ্যানেল প্রথম প্রোমো রিলিজ করার সময় থেকেই ‘পরিণীতা’কে নিয়ে চর্চা ছিল তুঙ্গে। গল্পে উদয়কে দেখা যাচ্ছে কলেজের চার্মিং বই রায়ান হিসাবে আর বিপরীতে পারুল চরিত্রে আছেন ঐশানী। আর সম্প্রচার শুরুর পর থেকেই সেরা পাঁচে স্থান পেয়েছিল ধারাবাহিকটি। তবে এবার কলেজের ‘ফ্রেশ ফেস’ পোগ্রামের টানটান উত্তেজনার পর্ব দেখানোর জেরে বাকি সবাইকে টেক্কা দিয়ে ‘বেঙ্গল টপার’ এর শিরোপা ছিনিয়ে নিল ‘পরিণীতা’।
এসপ্তাহের সেরা পাঁচ সিরিয়াল
টিআরপি লিস্ট অনুযায়ী এসপ্তাহে বদলেছে ‘বেঙ্গল টপার’, তাহলে বাকিরা কোথায়? রিপোর্ট বলছে গত সপ্তাহের টপার গীতা LLB এবার অনেকটাই পিছিয়েছে। গীতাকে টেক্কা দিয়ে ৭.৭ পয়েন্ট সহ দ্বিতীয় স্থানে রয়েছে ফুলকি। অবশ্য খুব বেশি পিছিয়ে নেই গীতা, এসপ্তাহে ৭.৪ পয়েন্ট সহ তৃতীয় স্থানে রয়েছে গীতা LLB। এরপর চতুর্থ স্থানে রয়েছে জলসার কথা ধারাবাহিক, যার প্রাপ্ত পয়েন্ট ৭.৩ আর ৭.১ পয়েন্ট পেয়ে পঞ্চম স্থানে রয়েছে জগদ্ধাত্রী। চলুন এবার সেরা দশের সম্পূর্ণ চার্ট দেখে নেওয়া যাক।
আরও পড়ুনঃ প্রকৃতির মাঝে লুকোনো স্বর্গ! কম খরচে ঘুরে আসুন ঝাড়গ্রামের হিডেন জেম হাতিবাড়ি থেকে
বাংলা সিরিয়ালের সেরা দশের টিআরপি । Bengali Serial Top 10 Serial TRP
পরিণীতা – ৭.৮
ফুলকি – ৭.৭
গীতা LLB – ৭.৪
কথা – ৭.৩
জগদ্ধাত্রী – ৭.১
রাঙ্গামতি তীরন্দাজ, কোন গোপনে মন ভেসেছে – ৭.০
উড়ান – ৬.৮
গৃহপ্রবেশ – ৬.১
শুভ বিবাহ – ৬.০
মিত্তির বাড়ি, তেঁতুল পাতা, আনন্দী – ৫.৭
এই ছিল এসপ্তাহের সেরা দশের টিআরপি তালিকা। তবে শুধুমাত্র সিরিয়াল নয়, রিয়ালিটি শো দেখতেও বেশ পছন্দ করেন দর্শকেরা। এসপ্তাহে দিদি নাম্বার ওয়ান এর সানডে পর্ব ৫.৮ পয়েন্ট পেয়েছে। এছাড়া সারেগামাপা এর প্রাপ্ত টিআরপি ৫.০।