সহেলি মিত্র, কলকাতাঃ পুজোর মুখে ওলটপালট হয়ে গেল বাংলা সিরিয়ালগুলির টিআরপি তালিকা (TRP List)। আজ ফের বাংলা সিরিয়ালগুলির রিপোর্ট কার্ড প্রকাশ্যে এল। অর্থাৎ এই সপ্তাহেও জানা গেল কোন সিরিয়াল টিআরপি লিস্টে ওপরের দিকে উঠে এল আবার জানা গেল কোন সিরিয়ালের কপাল পুড়ল। তবে এবারের TRP তালিকা দেখে সিরিয়ালপ্রেমীদের চোখ রীতিমতো কপালে উঠে গিয়েছে। এখন আপনিও নির্ঘাত ভাবছেন যে টিআরপি তালিকায় কী এমন আছে? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
বেঙ্গল টপার হল কোন মেগা?
প্রতি বৃহস্পতিবার প্রকাশ্যে আসে বাংলা সিরিয়ালগুলির টিআরপি লিস্ট। আজও তার ব্যতিক্রম ঘটল না। আর এই লিস্ট বের হতেই চক্ষু চড়কগাছ সকলের। বর্তমান সময়ে মানুষ বাংলা সিরিয়াল ছাড়া একপ্রকার অচল। এদিকে দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে নিত্য নতুন ধারাবাহিক আনচে চ্যানেলগুলি। কিছু বন্ধ হচ্ছে তো আবার কিছু পুরনো সিরিয়াল এখনও দাপিয়ে বেড়াচ্ছে চ্যানেলগুলিতে। দর্শক ধরে রাখতে বর্তমানে বেশ কিছু সিরিয়ালে একদম টানটান ট্র্যাক আসছে। তেমনই চমক থাকছে স্টার জলসা, জি বাংলার মেগায়। তবে আপনি কি জানেন, চলতি সপ্তাহে যুগ্ম বেঙ্গল টপার হল দুটি সিরিয়াল! হ্যাঁ ঠিক শুনছেন।
এমনিতেই আজ চতুর্থী। তবে তাতে কী, মহালয়ার দিন থেকেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন বাচ্চা থেকে বড় সকলে। এই সময়ে অনেকেই বাড়িতে বসে সিরিয়াল দেখতে চাইছেন না। যার প্রভাব পড়ল টিআরপিতেও। হু হু করে কমছে রেটিংস। যাইহোক, চলতি সপ্তাহে যুগ্ম বেঙ্গল টপার হয়েছে জি বাংলার ‘পরিণীতা’ এবং স্টার জলসার ‘পরশুরাম আজকের নায়ক।’
এক নজরে সেরা ১০ সিরিয়ালের তালিকা
- বেঙ্গল টপার পরিণীতা, পরশুরাম 6.5
- দ্বিতীয়-জগদ্ধাত্রী 6.3
- তৃতীয়- ফুলকি, চিরদিনই তুমি যে আমার 6.1
- চতুর্থ- রাণী ভবানী 6.0
- পঞ্চম- আমাদের দাদামণি 5.9
- ষষ্ঠ- রাঙ্গামতি তীরন্দাজ 5.8
- সপ্তম- চিরসখা 5.5
- অষ্টম- তুই আমার হিরো 4.9
- নবম- লক্ষ্মী ঝাঁপি 4.6
- দশম- কনে দেখা আলো 4.4