‘পুরস্কারের সোনার হার দুই বছরেও মেলেনি!’ দিদি নম্বর ১, রচনার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রতিযোগীর

Published on:

didi no 1 rachna banerjee

শ্বেতা মিত্র, কলকাতাঃ দিদি নম্বর ওয়ান (Didi No. 1)… জি বাংলার এক জনপ্রিয় নন রিয়েলিটি শো। বছরের পর বছর ধরে এই জনপ্রিয়তার রীতিমতো তুঙ্গে উঠেছে। এমন কোন বাড়ি হয়তো বাকি নেই যেখানে টিভিতে এই শো-টি চলে না। এদিকে এই দিদি নং ওয়ান তাঁকে ঘরে ঘরে এক আলাদাই পরিচয় এনে দিয়েছে। কিন্তু আরজি কর ইস্যুতে রচনা ব্যানার্জীর চুপ থাকাকে কার্যত মেনে নিতে পারেননি বাংলার জনতা। আরজি কর ইস্যুতে তিনি একটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন। যেখানে অভিনেত্রীকে কাঁদতে দেখা গিয়েছিল। তবে সেই কান্নায় যে চিরে ভেজেনি তা নেটিজেনদের কমেন্ট দেখেই বোঝা গিয়েছে। যাইহোক, তবে এবার এই শো নিয়ে এমন এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে উঠে এসেছে যে সম্পর্কে শুনে সকলের চোখ কপালে উঠেছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

দিদি নম্বর ১ নিয়ে বিস্ফোরক অভিযোগ

যারা দীর্ঘদিন ধরে দিদি নম্বর ১ শোয়ে নানারকম ধাপ দেখা যায়। যেখানে খেলায় জিতলে আবার উপহার দেওয়ারও একটা ব্যাপার থাকে। কিন্তু এবার এই গিফটের বিষয়টি নিয়েই শো কর্তৃপক্ষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠল। সামাজিক মাধ্যমে এই নিয়ে একটি পোস্টও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, একজন প্রতিযোগীকে গলায় সোনার হার পরিয়ে দিচ্ছেন সঞ্চালিকা রচনা বন্দোপাধ্যায়। তবে এই সোনার হার নাকি ওই প্রতিযোগী পাননি।

ফেসবুক পোস্টে বলা হয়েছে, ‘দিদি নম্বর ওয়ানে যে হারটি রচনা পরাচ্ছে সেই  হার আজ অবধি স্বাতী হাতে পায়নি। একবার ফোন করেছিলো তখন ও বাইরে ছিল। পরে ফোন করবে বলে দুই বছর পার হতে চলছে। ওরা ভোলে কি করে জানিনা।’

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

চরম কটাক্ষ নেটিজেনদের

একজন লিখেছেন, কুইন্টাল কুইন্টাল জলে ভেসে গেছে।অন্য আরেকজন লিখেছেন, হার ধোঁয়া হয়ে গেছে। একজন আবার লিখেছেন, ‘পরিচিত অনেকেই ওই নং 1 এ গেছেন, জিতেওছেন। কিন্তু, আমি কারোকেই ওই হারটা পেতে দেখিনি। আর গিফটগুলোও নাকি জিএস্টি দিয়ে নিতে হয়। এটাও শোনা কথা।’ ব্যাপারটা যে সবটাই লোক দেখানো তা নিয়ে সুর চড়িয়েছেন অনেকে। একজন বলেছেন, ‘আগেও শুনেছি, বাসন কোসন সহ উপহার আসলে দেখানোর জন্য, দেওয়া হয়না।’

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group