বাংলা সিনেমায় নক্ষত্র পতন! মাত্র ৬২ বছর বয়সেই প্রয়াত অভিনেতা জয় ব্যানার্জি

Published:

Updated:

Joy Banerjee
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: চলচ্চিত্রের জগতে আরও এক নক্ষত্রপতন! প্রয়াত অভিনেতা তথা বিজেপি নেতা তথা অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। সোমবার সকাল ১১টা ৩৫ মিনিটে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হয়েছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। বিনোদন জগতের পাশাপাশি রাজনীতির ময়দানে তাঁর অবদান ছিল অনেক। যার ফলে জয় বন্দ্যোপাধ্যায়ের এই মৃত্যু সংবাদে শোকস্তব্ধ বিনোদন দুনিয়া থেকে শুরু করে রাজনৈতিক মহল।

প্রয়াত জয় বন্দ্যোপাধ্যায়

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিগত বেশ কয়েকদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন অভিনেতা তথা বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। অনেকবার এই নিয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত বাড়াবাড়ি অবস্থা হয়। তাঁর চিকিৎসার জন্য মেডিকেল টিম আপ্রাণ চেষ্টা করেন, কিন্তু কিছুতেই লাভ হয়নি, শেষমেষ সোমবার সকালেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জয় বন্দ্যোপাধ্যায়ের জন্ম ১৯৬৩ সালের ২৩ মে। বিনোদন জগতে তাঁর প্রথম কাজ শুরু হয় ১৯৮২ সালে। সেই সময় দেবশ্রী রায়ের বিপরীতে প্রথম বিদেশ সরকার পরিচালিত অপরূপা ছবিতে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। আর তারপরেই একের পর এক সিনেমায় কাজ করে গিয়েছেন।

বাংলা ছবিতে অসাধারণ প্রতিদান

বাংলা ছবিতে প্রথম ‘আই লাভ ইউ’ বলেছিলেন অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়৷ এক সময় চুমকি চৌধুরীর সঙ্গে জয়ের জুটি ছিল হিট৷ চুমকি চৌধুরীর সঙ্গে তাঁর প্রেমও ছিল সেই সময় চর্চার কেন্দ্রে৷ যদিও চুমকির সঙ্গে প্রেম টেকেনি৷ সম্পর্ক ভাঙার পর আর অঞ্জন চৌধুরীর ছবিতে কাজ করেননি জয়৷ যা নিয়ে পরে অবশ্য আফশোসও করেছিলেন অভিনেতা৷ পরবর্তী সময়ে রাজনীতির সঙ্গে যুক্ত হন জয় বন্দ্যোপাধ্যায়৷ ২০১৪ সালে বীরভূম ও ২০১৯ সালে উলুবেড়িয়া থেকে বিজেপি’র টিকিটে লোকসভা ভোটেও লড়েছিলেন তিনি৷ কিন্তু বিপরীত প্রার্থীর কাছে পরাজিত হন তিনি।

আরও পড়ুন: খানাকুলের ওসির বিরুদ্ধে হিন্দু মহিলার শ্লীলতাহানির অভিযোগ! বিস্ফোরক দাবি বিজেপির

২০১৭ সালে জয় বন্দ্যোপাধ্যায়কে বিজেপি জাতীয় কর্মসমিতির সদস্য করা হয়। সদস্য করা হলেও একাধিকবার গেরুয়া শিবিরের হয়ে ভোটে লড়েছেন তিনি, কিন্তু প্রতিবারই পরাজিত হয়েছেন। ২০১৯ সালে উলুবেড়িয়া থেকে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হিসাবে তৃণমূল সাংসদ সাজদা আহমেদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। শেষে ২০২১ সালের নভেম্বরে, অভিনেতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন যে তিনি আর বিজেপির প্রতিনিধিত্ব করবেন না৷

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join