সহেলি মিত্র, কলকাতাঃ দুর্গাপুজোকে ঘিরে সাজো সাজো রব চারিদিকে। দেদার চলছে প্যান্ডেল হপিং। একদিকে যখন প্যান্ডেলে প্যান্ডেলে মানুষের ভিড় জমছে, ঠিক সেভাবেই সিনেমা হলগুলিতেও বাড়ছে সিনেমা প্রেমীদের ভিড়। ইতিমধ্যে প্রেক্ষাগৃহগুলিতে মুক্তি পেয়েছে ‘রক্তবীজ ২’ এবং দেব অভিনীত ‘রঘু ডাকাত।’ পুজোর সময়ে এই দুটি সিনেমাকে ঘিরে সকলের উত্তেজনার পারদ তুঙ্গে উঠেছিল। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মুক্তি পেয়েছে সিনেমাগুলি। কিন্তু বক্স অফিসে (Box Office) কোন সিনেমা এগিয়ে আর কোনটি পিছিয়ে গেল, সে সম্পর্কে কোনও ধারণা আছে? কে ভালো ফল করল, রঘু ডাকাত নাকি রক্তবীজ ২? জানতে ইচ্ছুক হলে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।
বক্স অফিসে হাড্ডাহাড্ডি লড়াই রক্তবীজ ২-রঘু ডাকাতের
আজ পঞ্চমী। তবে পঞ্চমীর আগে থেকে রাস্তায় সাধারণ মানুষের ভিড় চোখে পড়ার মতো। তবে ভিড় বাড়ছে সিনেমা হলগুলিতেও। ইতিমধ্যে বেশ কিছু সিনেমা হলের টিকিট হাউসফুল। মুক্তি পেয়েছে রঘু ডাকাত থেকে শুরু করে রক্তবীজ ২, দেবী চৌধুরানী। প্রতিটি সিনেমার স্টার কাস্ট দেখার মতো। প্রতিযোগিতায় কেউ কাউকে এক চিলতে জমি ছেড়ে দিতেও নারাজ। তবে ভালো ফল কোন সিনেমা করল মুক্তির পর? জানা গিয়েছে, আবীর-মিমির রক্তবীজ ২-এর থেকে বেশ ভালো ফল করেছে কিন্তু দেব অভিনীত রঘু ডাকাত।
শিবপ্রসাদ-নন্দিতার রক্তবীজের সিকুয়েল এবং দেবের রঘু ডাকাতের মধ্যে মুক্তির আগে থেকেই হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এই দুটি সিনেমাই একদম বিগ বাজেটের। ফলে সাধারণ মানুষের পাশাপাশি ডাইরেক্টর, প্রডিউসারের প্রত্যাশা তুঙ্গে রয়েছে। ২৫শে সেপ্টেম্বর মুক্তি পেয়েছে রঘু ডাকাত এবং রক্তবীজ ২। এখন প্রশ্ন উঠছে, কোন সিনেমার আয় বেশি হল এবং কম হল?
কত আয় হল দুটি সিনেমার?
এক রিপোর্ট অনুযায়ী, রক্তবীজ ২-এর থেকে অনেকটাই এগিয়ে গিয়েছে রঘু ডাকাত। আয়ের পরিসংখ্যান নিয়ে এখনও প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়নি। তবে Sacnilk-এর তথ্য বলছে, প্রথম দিন দেবের ছবি আয় করেছে ৪৫ লক্ষ টাকা। অন্যদিকে মাত্র ১৫ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে আবির-মিমি-ভিক্টর বন্দ্যোপাধ্যায় অভিনীত রক্তবীজ ২-এর। তবে পিকচার অভি বাকি হ্যায়। এদিকে টুকটুক করে এগোচ্ছে দেবী চৌধুরানীও। আগামী দিনে কোন সিনেমা সেরার দৌড়ে টিকে থাকতে পারে সেদিকে নজর থাকবে সকলের।