TRP-তে ফেল, আসল রেজাল্টে পাশ! CBSE-র দ্বাদশে কত পেল পূবের ময়নার ঐশানী?

Published on:

CBSE Result

প্রীতি পোদ্দার, কলকাতা: মাধ্যমিক উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশের পর এবার সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE Result) এর পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। জানা গিয়েছে পরীক্ষা শেষের ৩৯ দিনের মাথায় ফল ঘোষণা করেছে বোর্ড। আর এবছর CBSE বোর্ডের দ্বাদশ শ্রেণির পরীক্ষা দিয়েছিলেন টলিপাড়ার চেনা মুখ অভিনেত্রী ঐশানী দে অর্থাৎ ‘পূবের ময়না’-র ময়না ওরফে ঐশানী দে। কেমন স্কোর করল সকলের প্রিয় ময়না, খোদ প্রকাশ করলেন অভিনেত্রীর মা।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বলে দিই, TRP-তে ভালো ফল না করায় ইতিমধ্যে জি বাংলার তরফে পূবের ময়না সিরিয়ালটি বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগেও একবার বন্ধ করে দেওয়া হয়েছিল, তবে দর্শকদের অনুরোধে ফিরিয়ে আনা হয়। তবে, এবার আর ফেরানো হয়নি। একেবারে ঝাঁপ বন্ধ হয়ে গিয়েছে এই সিরিয়ালের।

কত শতাংশ নম্বর পেল ময়না?

গতকাল, মঙ্গলবার সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)-র ফলাফল প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষায় দুর্দান্ত রেজাল্ট করে সকলকে তাক লাগিয়ে দিয়েছে জনপ্রিয় ধারাবাহিক ‘পুবের ময়না’-র ‘ময়না’ ওরফে ঐশানী দে। আর সেই সুসংবাদ সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন ঐশানীর মা অঞ্জনা দে মুখোপাধ্যায়। তিনি জানান, অভিনেত্রীর রেজাল্ট খুবই ভাল হয়েছে। তিনি ৯২ শতাংশ নম্বর পেয়েছেন। ৩টি বিষয়ে প্রায় ১০০-র কাছাকাছি নম্বর আছে। পেইনটিং, পলিটিক্যাল সাইন্স ও মাস মিডিয়ায় গোটা দেশে ১২.৫ র‍্যাঙ্কিং-এ পেয়েছেন ঐশানী। ৬০০-র মধ্যে মোট ৫৩০ নম্বর পেয়েছেন।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

গর্বিত অভিনেত্রীর পরিবার

এদিন অভিনেত্রী ঐশানীর মা অঞ্জনা দে আরও জানিয়েছেন যে, “ ঐশানী যে এত ভালো ফলাফল করবে একদমই ভাবতে পারিনি। কারণ যখন ঐশানীর পরীক্ষা চলছিল তখন ওর শ্যুটিংও চলছিল। খুব চাপে পড়ে গিয়েছিল ঐশানী। এমনও দিন গিয়েছে যেদিন ঐশানী পরীক্ষা দিয়ে শ্যুটিং করতে গিয়েছে এবং বাড়ি এসে রাতে হয়ত মাত্র ১-২ ঘণ্টা পড়ার সময় পেয়েছে। তাই আমরা ঐশানীকে খুব একটা চাপ দিয়নি খুব ভালো ফলাফলের। তবে ওঁর একটা জেদ ছিল, অভিনয় করে পড়াশোনা হয় না, এই ভুল ধারণা ভাঙবে। অবশেষে সে তাঁর লক্ষ্যে সফল হয়েছে। ”

আরও পড়ুন: লুঠ আড়াই কোটি! চোর, ডাকাতের সঙ্গে গ্রেফতার কলকাতা পুলিশের কনস্টেবলও

এরপর অভিনেত্রী ঐশানী দে-র সঙ্গে কথোপকথন হয়, সেখানেই তাঁকে এত ভালো রেজাল্টের জন্য অসংখ্য শুভেচ্ছা জানানো হয়। সাক্ষাৎকারে তাঁকে জিজ্ঞাসা করা হয় যে ভবিষ্যতে কী নিয়ে পড়াশোনা করবেন, তবে তিনি এই বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো নিয়ে ওঠেনি। তবে মিডিয়া- ফিল্ম স্টাডিজ বা ‘লিঙ্গুইস্টিকস’ নিয়ে পড়ার কথা ভাবছেন। এছাড়াও আইএএস বা আইএফএস- দেওয়ারও ইচ্ছে রয়েছে। রাষ্ট্রবিজ্ঞান নিয়েও আগ্রহ কম নয় তাঁর। তবে ঐশানী আপাতত পড়াশোনাতেই মন দিতে চান। পাশাপাশি অভিনয়ও করতে চান পর্দার ময়না।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group