দীর্ঘ ৬ বছর পর কামব্যাক, আবারও TV-তে আসছে সিআইডি! মুক্তি পেল CID-2 এর টিজার

Published:

cid 2 teaser
Follow

শ্বেতা মিত্র, কলকাতাঃ বিনোদনপ্রেমীদের জন্য রইল এক দুর্দান্ত সুখবর। ফের টেলিভিশনে ফিরছে CID। নতুন করে ফের একবার এসিপি প্রদ্যুমান, দয়া এবং অভিজিৎ এর যুগলবন্দী দেখতে পারবেন সাধারণ দর্শকরা। দীর্ঘ ছয় বছর পর নতুন করে কামব্যাক করছেন সকলে। আসছে CID 2। ছোট থেকে সিআইডি দেখেননি এমন কোনও মানুষকে খুঁজে পাওয়া হয়তো খুবই মুশকিল। কুড়ি বছরেরও বেশি সময় ধরে  হিন্দি টেলিভিশন দুনিয়ায় রীতিমতো দাপটের সঙ্গে চলছিল সিআইডি। আসল, নকল সব যেন মিলে মিশে এক হয়ে গিয়েছিল। যদিও ২০২৮ সালে শেষ সম্প্রচার হয়েছিল এটির। অনেকেই চাইছিলেন CID যেন নতুন করে আসে। এবার সকলের সেই ইচ্ছেপূরণ হতে চলেছে।

CID 2 এর টিজার প্রকাশ্যে | CID 2 Teaser |

সিআইডি ২-এর টিজার প্রকাশ্যে এসেছে, যা দেখে উচ্ছসিত সকলের। সবথেকে বড় কথা, টিজার প্রকাশের পাশাপাশি সিআইডি ২-এর প্রোমো কবে মুক্তি পাবে তাও জানানো হয়েছে। সিআইডি ২-এর টিজার সম্পর্কে কথা বলতে গেলে, এতে এসিপি প্রদ্যুমনের এক ঝলক রয়েছে।  তাকে গাড়ি থেকে ঘটনাস্থলে পৌঁছাতে দেখা যাচ্ছে, যেখানে আগুন লেগেছে। এদিকে সিআইডি সিজন ২-এর ছোট্ট এক ঝলক দেখে ভক্তদের মধ্যে এখন স্বাভাবিকভাবেই খুশির হাওয়া বইছে। দর্শকরা সবাই সিআইডি ২-এর টিজার নিয়ে মন্তব্য ও প্রশংসা করার পাশাপাশি উচ্ছ্বাস প্রকাশ করছেন।

সিআইডি সিজন ২-এর প্রোমো

সিআইডি সিজন ২-এর নির্মাতারা টিজারের পাশাপাশি প্রোমো সংক্রান্ত তথ্য দিয়েছেন। টেলি চক্করের তরফে যে টিজার প্রকাশ্যে আনা হয়েছে সেখানে নির্মাতারা জানিয়েছেন যে প্রোমোটি ২৬ অক্টোবর মুক্তি পাবে। আশা করা হচ্ছে যে ২৬ অক্টোবর প্রোমো প্রকাশের পাশাপাশি নির্মাতারা টেলিকাস্টের তারিখও ঘোষণা করবেন। যতদূর জানা গেছে, নভেম্বরে এটি টিভিতে দেখা যাবে।

আরওCIDCID Serial
গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join