পার্থ সারথি মান্না, কলকাতাঃ দর্শকদের মনোরঞ্জনের জন্য প্রতিদিনই টেলিভিশনের পর্দায় নানা ধরণের সিরিয়াল থেকে রিয়েলিটি শো সম্প্রসারিত হয়। এমনই একটি শো হল সিআইডি (C.I.D), যেটা একসময় প্রতিটা বাড়িতেই চলত। আর পাঁচটা মেগা যেখানে বছর তো দূর কয়েক মাস টিকতে পারে না সেখানে ২১ বছর ধরে রমরমিয়ে চলেছিল সিআইডি। তবে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে প্রথম সিজেন বন্ধ হয়ে যায়। এবার ৬ বছর পর ফের শুরু হয়েছে সিআইডি সিজেন ২ (C.I.D Season 2)।
৬ বছর পর শুরু হল সিআইডি সিজেন ২
দীর্ঘ দিন ধরেই দর্শকেরা দাবি জানিয়ে আসছিল নতুন করে সিআইডি চালু করার জন্য। তাই শেষমেশ দর্শকদের কথা মেনে গত ডিসেম্বর ২০২৪ থেকেই শুরু হল সিআইডি সিজেন ২। নতুন সিজেনে এসিপি প্রদ্যুমন থেকে শুরু করে আদিত্য শ্রীবাস্তব, অভিজিৎ সকলেই আছেন। নেই শুধু একজন, তিনি হলেন ফ্রেডি বা ফ্রেডরিক। কারণ ২০২৩ সালের ৫ই ডিসেম্বর হার্ট অ্যাটাক হয়ে মারা যান তিনি। নেটিজনদের অনেকেই তাকে মিস করার কথাও জানিয়েছেন ইতিমধ্যেই।
ওপেনিংয়েই দুর্দান্ত TRP CID Season 2 এর
সোনি টিভির সোশ্যাল হ্যান্ডেলে সিআইডি সিজেন ২ এর টিজার রিলিজ হওয়ার পর থেকেই দর্শকদের মধ্যে উন্মাদনা ছিল চরমে। আর প্রথম সম্প্রচারের দিনেও জনপ্রিয়তা ছিল তুঙ্গে। জানা যাচ্ছে ওপেনিংয়ের দিনেই মাত্র একটি পর্বেই ১.৪ TRP তুলেছিল CID। তাহলে গোটা সপ্তাহে কত হল নিশ্চই জানতে ইচ্ছা করছেন? চলুন দেখে নেওয়া যাক CID Season 2 এর সাপ্তাহিক TRP কত!
CID Season 2 Weekly TRP
যেমনটা জানা যাচ্ছে, এসপ্তাহে প্রকাশিত TRP তালিকায় ১.৩ পয়েন্ট পেয়েছে সিআইডি। যেটা কৌন বনেগা কারোর পতি বা সুপারডান্সার, ইন্ডিয়ান আইডলের থেকেও বেশি। ইন্ডিয়ান আইডলের প্রাপ্ত পয়েন্ট ১.০ এবং সুপার ড্যান্সার ও কৌন বনেগা কারোর পতি পেয়েছে ০.৭ পয়েন্ট। অর্থাৎ বোঝাই যাচ্ছে সবাইকে ছাপিয়ে গিয়েছে সিআইডির জনপ্রিয়তা।
প্রসঙ্গত, যে কোনো ধারাবাহিক কতদিন ধরে চলবে বা বলা ভালো তার আয়ু কতদিন সেটা এই টার্গেট রেটিং পয়েন্ট দেখেই বলে দেওয়া যেতে পারে। ভালো টিআরপি মানেই বছরের পর বছর চলে প্রজেক্টগুলি। আর সিআইডি এর পারফর্মেন্স দেখে বোঝাই যাচ্ছে ৬ বছর পর কামব্যাক করলেও দর্শকদের কাছে জনপ্রিয়তা একই রয়ে গিয়েছে।