কোল্ডপ্লেতে পরকীয়া করে শিরোনামে Astronomer CEO! কে এই অ্যান্ডি বায়রন?

Published:

Andy Byron
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: কোল্ডপ্লে’র কনসার্টে যে কেলেঙ্কারি ঘটেছে, তা এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল! শুধুমাত্র সঙ্গীতপ্রেমী নয়, বরং কর্পোরেট দুনিয়াতেও ফেলেছে তীব্র আলোড়ন! আসলে এর কেন্দ্রবিন্দুতে রয়েছে জনপ্রিয় ডেটা ডেটা ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি Astronomer-র সিইও অ্যান্ডি বায়রন (Andy Byron)। 

আসলে ওই কনসার্টে তিনি এক অস্বস্তিকার মুহূর্তে ধরা পড়েছেন, যেখানে তার সঙ্গে ছিলেন কোম্পানির চিফ পিপল অফিসার ক্রিস্টিন ক্যাবট। আর এই ঘটনা শুধুমাত্র তার ব্যক্তিগত জীবনে আটকে থাকেনি, বরং পৌঁছে গিয়েছে বিশ্বের কোটি কোটি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের কাছে! 

কে এই অ্যান্ডি বায়রন?

খোঁজ নিয়ে জানা গেল, বর্তমানে অ্যান্ডি বায়রন Astronomer-র সিইও হিসাবে গত 2023 সালের জুলাই মাস থেকে দায়িত্বে রয়েছেন। আসলে তিনি মূলত ডেটা পাইপলাইন ম্যানেজমেন্টের জন্য তৈরি অ্যাপাচি এয়ার-ফ্লো প্ল্যাটফর্মকে আরো দ্রুতগতিতে পৌঁছে দেওয়ার লক্ষ্যে কোম্পানিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

প্রসঙ্গত, এর আগে তিনি ছিলেন সাইবারিজনের চিফ রেভিনিউ অফিসার। পাশাপাশি Lacework, Fuze, BladeLogic এবং BMC Software কোম্পানিগুলির লিডার হিসেবেও দায়িত্ব সামলেছেন। তার সময়েই সাইবারিজনের বার্ষিক রাজস্ব 5 মিলিয়ন থেকে বেড়ে 70 মিলিয়নে পৌঁছেছে। এমনকি কোম্পানির বাজার মূল্যও 1 বিলিয়ন ডলার ছাড়িয়েছিল। জানা গিয়েছে, তিনি বর্তমানে স্ত্রী মেগান কেরিগান বায়রন এবং দুই সন্তানকে নিয়ে নিউ ইয়র্কে বসবাস করেন।

ভাইরাল কোল্ডপ্লে কনসার্ট কেলেঙ্কারি

আসলে এই ঘটনার সূত্রপাত হয় সম্প্রতি বোস্টনে কোল্ডপ্লের একটি কনসার্টে। মঞ্চের বড় স্ক্রিনে ঘুরে আসা কিস ক্যামে হঠাৎই দেখা যায় অ্যান্ডি বায়রন এবং ক্রিস্টিন ক্যাবটকে। এর পরেই অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ে যান তারা দুজনেই। হ্যাঁ, চোখে মুখে ধরা পড়ে তাদের চাপা ঘাবড়ানি, আর হাত দিয়ে মুখ আড়াল করারও চেষ্টা করেন। কিন্তু দর্শকরা কিছু বোঝার বাকি রাখে না।

 

এমনকি কোল্ডপ্লের ফ্রেন্ডম্যান ক্রিস মার্টিন রসিকতার বসে বলে ফেলেন, “ওহ! দেখুন এদের….হয়তো এরা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছে! অথবা খুবই লাজুক…!” আর এই মন্তব্য মুহূর্তের মধ্যেই কনসার্টের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় সেই দৃশ্য রীতিমতো ভাইরাল হয়। 

আরও পড়ুনঃ ফের বাড়ল সোনার দাম, ১৬৫০ টাকা ঊর্ধ্বগতি রুপোর বাজার! আজকের রেট

তবে এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই অ্যান্ডি বায়রনের ব্যক্তিগত জীবন নিয়ে আমজনতা প্রশ্ন তুলতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই তার স্ত্রীর প্রতি সহানুভূতি প্রকাশ করে বলছে যে, এমন একজন মানুষ পাবলিক প্ল্যাটফর্মে সত্যিই এরকম ব্যবহার! ওনার স্ত্রীর জন্য খারাপ লাগছে…!

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join