শ্বেতা মিত্র, কলকাতাঃ বাংলা সিরিয়ালপ্রেমীদের জন্য রইল অত্যন্ত খারাপ খবর। শেষ হলো আরো একটি বিখ্যাত মেগা সিরিয়াল। হ্যাঁ ঠিকই শুনেছেন। দীর্ঘ দু’বছরেরও বেশি সময় ধরে চলা মেগা সিরিয়াল বন্ধ হওয়া কিন্তু মুখের কথা নয়, তবে এবার সেটাই হল। যে কারণে বেজায় মন খারাপ সিরিয়াল-প্রেমীদের। এমনিতে বেশ কিছু সময় ধরে বাংলা চ্যানেলগুলি যেমন জি বাংলা, স্টার জলসা, কালার্স বাংলা, সান বাংলায় একের পর এক সিরিয়াল আসছে তো আবার কিছু সিরিয়ালে পথ চলাও বন্ধ হচ্ছে। এবারও তেমনি একটি সিরিয়ালের কপাল পুড়ল। সেই সিরিয়ালের নাম হলো ‘ফেরারি মন।’
শেষ হল ফেরারি মন
বাংলা সিরিয়াল দেখতে পছন্দ করেন তাঁরা ফেরারি মন দেখেননি সেটা হতেই পারে না। ২০২২ সাল থেকে এই মেগা সিরিয়ালটি চলছিল। তবে এবার আচমকাই বন্ধ করে দেওয়া হলো। একসময় TRP লিস্টে বেশ উঁচুতেই নিজের স্থান করে নিয়েছিল সিরিয়ালটি। তবে ক্রমেই জনপ্রিয়তা হারাচ্ছিল মেগাটি। বন্ধ করে দেওয়া হল ফেরারি মন সিরিয়াল। মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল বিপুল পাত্র এবং সুদীপ্তা রায়কে। দুজনেই নিজেদের অভিনয় জাদুতে সকলের মন নিয়ে একটা আলাদা এই জায়গা করে নিয়েছিলেন। কিন্তু সেই যে কথায় আছে না যার শুরু আছে তার শেষও আছে। এই সিরিয়ালের ক্ষেত্রেও সেটাই ঘটলো। হয়ে গেল শেষ দিনের শুটিং।
আবেগঘন মুহুর্ত কলাকুশলীদের
স্বাভাবিকভাবেই দীর্ঘ দু’বছরেরও বেশি সময় ধরে একটা জায়গায় অভিনয় করতে করতে সকলেই একটি পরিবার হয়ে ওঠেন। সকল কলাকুশলী নিজেদের আবেগকে ধরে রাখতে পারেননি। যে কারণে শেষ দিনের শুটিংয়ে কেক কেটে, বিরিয়ানি অবধি খাওয়া হয়। কয়েকদিন আগেই কালার্স বাংলার বিখ্যাত মেগা ‘সোহাগ চাঁদ’ শেষ হয়েছিল, তবে এবার ফেরারি মনের পালা।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |