শ্বেতা মিত্রঃ আরজি কর কাণ্ডে মুখ খুলে রীতিমতো স্বামী-স্ত্রী দুজনেই বিপাকে পড়েছেন। আজ কথা হচ্ছে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় এবং নৃত্যশিল্পী তথা সৌরভের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে নিয়ে। একদিকে যখন আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় গোটা বাংলা তথা দেশ উত্তাল হয়ে রয়েছে তখন এই ঘটনা প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করে শিরোনামে উঠে এসেছেন সৌরভ আর ডোনা। এদিকেই বিতর্কিত মন্তব্য করে সকলের রোষের মুখে পড়তে হয়েছে দুজনকে। একদিকে যখন বিখ্যাত ইউটিউবারের নিশানায় রয়েছে সৌরভ তখন অন্যদিকে বিখ্যাত নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের লন্ডনে শো বাতিলকে ঘিরে চরম বিতর্কের সৃষ্টি হয়েছে। যদিও বিষয়টিকে নিয়ে বিশেষ বিচলিত হতে দেখা গেল না ডোনাকে। লন্ডনের বাতিল হওয়া নিয়ে প্রথমবার এবার সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন বিখ্যাত নৃত্যশিল্পী।
লন্ডনে শো বাতিল নিয়ে বিস্ফোরক ডোনা
দুর্গাপূজার আবহে লন্ডনের শো বাতিল হওয়া নিয়ে এভাবে বিস্ফোরক মন্তব্য করেছেন ডোনা। এবার তিনি যা বললেন তা শুনে রীতিমতো চমকে গিয়েছেন সকলে। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছে ডোনা জানান, ‘লন্ডনে আমাদের ৪-৫ টা শো আছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে না। তাছাড়া আমাদের পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, প্রায় প্রতিদিনই শো আছে।’
তিনি আরও বলেন, ‘পুজোর সময়ে কে কালচারাল প্রোগ্রাম বাদ দেবে, কে নতুন জামা পরবে না, এটা তো নিজস্ব চয়েজ। লোকেরা যদি পছন্দ করে ভুল কথা বলতে, আমার সত্যিই কিছু করার নেই। কটা প্রোগ্রাম অবশ্যই ক্যানসেল হয়েছে। তবে তার মানে এই নয় যে, সব ক্যানসেল হয়ে গেছে।’
কী বলেছিলেন ডোনা?
সম্প্রতি বর্ধমানে এক নাচের অনুষ্ঠানে গিয়ে ডোনা বলেন, ‘রেপ টেপ সব জায়গায়তেই হয় কিন্তু বাংলার মতো এত প্রতিবাদ কোথায় হচ্ছে? বাংলার সব মানুষরা প্রতিবাদ করছে এটা একটা বিরাট ব্যাপার।’ গত ৯ আগস্ট কলকাতার বিখ্যাত সরকারি হাসপাতাল আর্যকর মেডিকেল কলেজ ও হাসপাতালের সেমিনার হল থেকে এক মহিলার চিকিৎসকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় পরে ময়নাতদন্তে জানা যায় প্রথমে তাকে ধর্ষণ এবং তারপর খুন করা হয়েছে। এহেন ঘটনার পর থেকেই সমগ্র দেশজুড়ে রীতিমতো প্রতিবাদের ঝড় উঠে গিয়েছে। ইতিমধ্যে ঘটনার জেরে কলকাতার পুলিশ কমিশনার পর থেকে পদত্যাগ করেছেন বিনীত গোয়েল। অন্যদিকে বেশ কিছু স্বাস্থ্য অধিকর্তাকেও সরিয়ে দেওয়া হয়েছে সরকারের তরফে।