‘কল্কি ২’ থেকে বাদ গেলেন দীপিকা! তবে কী আর ফিরবেন না অভিনয়ে?

Published on:

Deepika Padukone

কৃশানু ঘোষ, কলকাতাঃ কয়েক মাস ধরেই চলছে জল্পনা। এবার সেই সমস্ত জল্পনায় শিলমোহর দিয়ে ‘Kalki 2898 AD’ ছবির সিক্যুয়েল থেকে বেরিয়ে গেলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। সম্প্রতি এক্স (পূর্বে টুইটার হিসাবে পরিচিত ছিল) হ্যান্ডেলে এই সংবাদ জানানো হয়েছে ছবির নির্মাতা বৈজন্থি মুভিসের তরফ থেকে। কিন্তু, কেন এমন সিদ্ধান্ত? তবে কি অভিনয় জগতকে বিদায় জানালেন দীপিকা? সিক্যুয়েলে কাকে দেখা যাবে দিপিকার পরিবর্তে? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।

কী জানিয়েছেন ছবির নির্মাতারা?

১৮ সেপ্টেম্বর, সকাল ১১টা বেজে ২৩মিনিটে, বৈজন্থি মুভিসের তরফ থেকে একটি একটি টুইট করা হয়। সেখানে জানানো হয়, “আনুষ্ঠানিকভাবে জানানো হচ্ছে যে #Kalki2898AD-র আসন্ন সিক্যুয়েলে আর দেখা যাবে না @deepikapadukone-কে। অনেক বিবেচনার পর, আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। প্রথম ছবি তৈরির সময়ে দীর্ঘ পথ চলার পরেও, আমরা কোনও ধরনের পার্টনারশিপ খুঁজে পাইনি। এবং @Kalki2898AD-র মতো একটি ছবি একটি প্রতিশ্রুতি এবং পার্টনারশিপের যোগ্য। আমরা দীপিকার ভবিষ্যত কাজের জন্য শুভকামনা জানাই।“

তবে কী অভিনয়কে বিদায় জানালেন দীপিকা?

চলতি বছরের শুরু থেকেই শিরোনামে রয়েছেন দীপিকা পাড়ুকোন। না, সিনেমা করার জন্য নয়, একের পর এক সিনেমা থেকে বাদ পড়ার কারণে। মা হওয়ার পর, দীপিকা প্রথম বাদ পড়েন স্পিরিট ছবি থেকে। কারণ অন্যান্য কাজের মতোই, সিনেমার শ্যুটিংয়ের ক্ষেত্রেও আট ঘণ্টা শিফটের দাবি তুলেছিলেন দীপিকা। এর পরেই কল্কি ছবির সিক্যুয়েলের শ্যুটেও এই বিষয় নিয়ে দ্বন্দের কথা প্রকাশ্যে আসে একাধিক সংবাদ মাধ্যমের খবরে।

আরও পড়ুনঃ অঙ্কুশের পর এবার মিমিকে সমন পাঠালো ইডি, বাদ গেলেন না বলিউডের এক নামজাদা অভিনেত্রীও

এই দ্বন্দকে আরও উসকে দেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন নিজেই। কারণ, মা হওয়ার পর নিজের মেয়ে দুয়ার সাথে পাপারাজ্জিদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন রণবীর ও দীপিকা। সেই অনুষ্ঠানেই যখন দীপিকাকে ‘কল্কি ২’ এবং অন্যান্য কাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, তখন দীপিকা জানিয়েছিলেন, “বর্তমানে তাঁর  কাছে সবথেকে গুরুত্বপূর্ণ মেয়ে দুয়া, এবং তাঁর কাজে ফেরার কোনও তাড়া নেই। আর আমি আমার মেয়েকে নিজেই বড় করতে চাই, যেভাবে আমার মা আমাকে করেছে।“ পাশপাআশি দীপিকা আরও জানান, তিনি নিজের মেয়েকে কাজ করার জন্য একা রেখে যেতে চান না। যার পরেই তাঁর অভিনয় জীবন নিয়ে উঠে আসে একাধিক বিতর্ক।

‘কল্কি ২’-তে কাকে দেখা যাবে দীপিকার পরিবর্তে?

‘কল্কি ২৮৯৮ এডি’-র নির্মাতারা অফিসিয়াল পোস্টের মাধ্যমে দীপিকার সিনেমা থেকে বেরিয়ে যাওয়ার কথা জানালেও, তাঁর পরিবর্তে কাকে এই ছবিতে নেওয়া হবে সেই সম্পর্কে কিছু জানায়নি। তবে, স্পিরিট ছবি থেকে দীপিকা বেরিয়ে যাওয়ার পর, তাঁর জায়গায় ছবিতে নেওয়া হয় তৃপ্তি দিমরিকে। এখন কল্কি ২-তে দীপিকার জায়গায় কাকে নেওয়া হবে সেই নিয়ে ভক্তদের মধ্যে বেড়েছে জল্পনা!

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥