বিক্রম ব্যানার্জী, কলকাতা: বলিউডের চাকচিক্যের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল শাহরুখ পুত্র আরিয়ান খান পরিচালিত ওয়েব সিরিজ ব্যাডস অফ বলিউড। তবে সদ্য মুক্তি পাওয়া এই ওয়েব সিরিজ নিয়ে এবার শুরু হয়েছে বিতর্ক। সম্প্রতি ওয়েব সিরিজটির বিরুদ্ধে আঙুল তুলে শিরোনামে উঠে এসেছেন আইআরএস, প্রাক্তন এনসিবি আধিকারিক সমীর ওয়াংখেড়ে।
তাঁর সাফ অভিযোগ, আরিয়ানের এই সিরিজের একটি চরিত্রে তাঁকে স্পষ্টভাবে ব্যঙ্গ করা হয়েছে। যা তাঁর ভাবমূর্তিতে আঘাত হেনেছে। সে কারণেই এবার আরিয়ান এবং রেড চিলিজ এন্টারটেইনমেন্টের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে 2 কোটি টাকার মানহানির মামলা করেছেন তিনি। যদিও সমীরের আবেদেন এখনই মঞ্জুর হচ্ছে না আদালতে (Delhi High Court On Sameer Wankhede)।
সমীরকে পুনরায় আবেদন জমা করতে বলল দিল্লি হাইকোর্ট
আরিয়ানের ওয়েব সিরিজ নিয়ে আইআরএস এবং নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর প্রাক্তন জোনাল পরিচালক সমীরের দাবি ছিল, এই ওয়েব সিরিজটি সম্পূর্ণ মিথ্যা, মানহানিকর এবং বিদ্বেষমূলক। তাঁর কথায়, সিরিজটির একটি চরিত্র মূলত তাঁকেই ব্যঙ্গ করার জন্য তৈরি করা হয়েছে। যা তাঁর ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। শুধু তাই নয়, সিরিজের একটি দৃশ্যে দেখা যায় সত্যমেব জয়তে উচ্চারণ করার সময় মধ্যমা দেখিয়ে অশ্লীল ইঙ্গিত করা হচ্ছে। ওয়াংখেড়ের মতে, জাতীয় সম্মানের বিরুদ্ধে এমন দৃশ্য বা আচরণ গুরুতর অপরাধ। যা প্রতিরোধ আইনের আওতায় ফৌজদারি শাস্তিযোগ্য। তাঁর আরও দাবি, এই সিরিজে যা দেখানো হয়েছে তা তথ্য প্রযুক্তি আইন এবং ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারাকে লঙ্ঘন করে।
রিপোর্ট অনুযায়ী, শাহরুখপুত্র এবং তার রেড চিলিজ এন্টারটেইনমেন্টের বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ এনে 2 কোটির মানহানির মামলা দায়ের করলেও সমীরের আবেদনে এখনই সাড়া দেয়নি দিল্লি হাইকোর্ট। ইকোনমিক টাইমসের রিপোর্ট অনুযায়ী, সদ্য দিল্লি হাইকোর্টের বিচারপতি পুরুষেন্দ্র কুমার কৌরব সমীরের আইনজীবীকে প্রশ্ন করেন, দিল্লিতে এই আবেদন কীভাবে বহাল রাখা সম্ভব? উত্তরে, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর প্রাক্তন জোনাল পরিচালকের আইনজীবী সন্দীপ শেঠি স্পষ্ট জানান, ওই ওয়েব সিরিজটি দিল্লির পাশাপাশি একাধিক শহরের জন্য তৈরি করা হয়েছে। সেখানে প্রাক্তন সরকারি অফিসারের মানহানি করা হয়েছে। তবে নিয়ম অনুযায়ী ওই অভিযোগ সংশোধন করা হবে। মামলাকারীর পক্ষের আইনজীবীর তরফে বক্তব্য শোনার পরই আদালত ওয়াংখেড়েকে তার সংশোধিত আবেদন দাখিল করার জন্য সময় দিয়েছে।
অবশ্যই পড়ুন: ৪১ বছরের ইতিহাসে প্রথম এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান
প্রসঙ্গত, আরিয়ান খান এবং তার রেড চিলিজ এন্টারটেইনমেন্টের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করে ওয়াংখেড়ে যে 2 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছেন, তা মূলত তিনি ক্যান্সার আক্রান্ত রোগীদের সেবায় টাটা মেমোরিয়াল হাসপাতালে দান করতে চান। বলা বাহুল্য, সমীরের তরফে আদালতে জমা দেওয়া অভিযোগ পত্রে স্পষ্ট বলা হয়েছে, এই ওয়েব সিরিজটি ইচ্ছাকৃতভাবে ওয়াংখেড়েকে ছোট করার জন্য এবং ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তাঁর মানহানি করার জন্যই তৈরি।