জি বাংলায় ফিরছে ‘ডায়মন্ড দিদি’র হৃদান, এবার কোন ধারাবাহিকে দেখা যাবে?

Published on:

diamond didi zindabad actor ayan ghosh comeback in new serial

পার্থ সারথি মান্না, কলকাতাঃ বাঙালি দর্শকদের বিনোদনের জন্য প্রতিদিনই ষ্টার জলসা থেকে জি বাংলায় (Zee Bangla) একাধিক সিরিয়ালের সম্প্রচার হচ্ছে। তবে কিছু মেগা হিট হলেও কিছু কয়েক মাসেই ইতি ঘটছে। সম্প্রতি শোনা যাচ্ছে ফের এক নতুন মেগা আসছে যেখানে জনপ্রিয় এক নায়ক কামব্যাক করতে চলেছেন। আজকের প্রতিবেদনে সেই সম্পর্কেই জানাবো আপনাদের।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

জি বাংলার ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’ নায়ক হৃদানকে মনে আসছে নিশ্চই? হ্যাঁ অভিনেতা অয়ন ঘোষের কথাই বলছি। ধারাবাহিকটি শেষ হওয়ার পর থেকে আর দেখা যায়নি। তবে এবার শোনা যাচ্ছে ফের কামব্যাক করছেন অভিনেতা। কোন সিরিয়ালে কার সাথে জুটি বাঁধবেন? প্রকাশ্যে এল খবর।

নতুন মেগায় কামব্যাক করছেন অয়ন ঘোষ

যেমনটা জানা যাচ্ছে, জি বাংলার পর্দাতেই নতুন মেগাতে ফিরছেন অভিনেতা। বিপরীতে নায়িকা হবে কে? উত্তরে জানা যাচ্ছে, ‘তুঁতে’ অভিনেত্রী দীপান্বিতা রক্ষিতের সাথে জুটি বাঁধতে চলেছেন অয়ন। এই সিরিয়ালের হাত ধরেই ষ্টার জলসা থেকে জি বাংলার পর্দায় পা রাখবেন তিনি।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কেমন হবে সিরিয়ালের গল্প?

ফের কোনো প্রেমকাহিনী নাকি অন্য ধরণের কোন গল্প দেখতে পাবেন দর্শকেরা? নতুন মেগার খবর প্রকাশ্যে আসতেই এই প্রশ্ন উঠেছে অনেকেরই মনে। ইতিমধ্যেই এই প্রশ্নের উত্তর মিলেছে। জানা যাচ্ছে টিন্ট প্রোডাকশনের এক খেলোয়াড়ের গল্প দেখানো হবে এই মেগাতে। সূত্রমতে, হকি খেলোয়াড় হিসাবে দেখা যেতে পারে দীপান্বিতাকে। এর আগেও একাধিক খেলা নিয়ে সিরিয়াল করেছেন এই সংস্থাটি। জয়ী থেকে আলতাফড়িং এর মত মেগা তৈরী করেছিল টিন্ট প্রোডাকশনই।

প্রসঙ্গত, দীপান্বিতাকে শেষবার দেখা গিয়েছিল ‘তুঁতে’ সিরিয়ালে। এরপর ছোটপর্দায় দেখা না গেলেও ওয়েব সিরিজের দুনিয়ায় পা রেখেছিলেন অভিনেত্রী। ক্লিক প্লাটফর্মে ‘মরিচীকা’ সিরিজে আত্মপ্রকাশ করেছেন দীপান্বিতা। রোড এন্টারটেনমেন্টের প্রযোজনায় তৈরী এই সিরিজে জয় সেনগুপ্ত, জয়জিৎ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সুব্রত গুহ রায়ের মত তারকাদেরও দেখতে পাওয়া যাবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group