প্রীতি পোদ্দার, কলকাতা: জি বাংলার ‘মিঠাই’ সিরিয়ালে আদৃত ও সৌমিতৃষার কুণ্ডুর জুটি প্রবল জনপ্রিয় হয়ে উঠেছিল দর্শকদের মনে। দুজনের দুষ্টু-মিষ্টি রসায়ন আজও তাই অনুরাগীদের মন ছুঁয়ে যায়। আর দর্শকদের সেই ভালোবাসা এবং আশীর্বাদে এবার ফের ধারাবাহিকে আসতে চলেছে আদৃত রায়ের নয়া ধারাবাহিক ‘মিত্তির বাড়ি’। কিন্তু নয়া ধারাবাহিকের আগমনেই এবার কোপ পড়তে চলেছে আরেক ধারাবাহিকে।
বন্ধ হতে চলেছে এই ধারাবাহিক!
বেশ কয়েকদিন ধরে টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, জি বাংলার অন্যতম ধারাবাহিক ‘ডায়মন্ড দিদি জিন্দাবাদ’ এর স্লটেই নাকি আসতে চলেছে নতুন ধারাবাহিক ‘মিত্তির বাড়ি’। আগামী সপ্তাহেই নাকি শেষদিনের শ্যুটিং সারবেন ডায়মন্ড-হৃদানরা। অর্থাৎ আর কয়েকদিন পরেই টিভির পর্দায় শেষ দেখা যাবে ডায়মন্ড দিদিকে। এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই জি বাংলার অফিসিয়্যাল ফেসবুক-ইনস্টাগ্রাম পেজে ক্ষোভ উগরে দিয়েছে ডায়মন্ড আর হৃদানের ভক্তরা। এমনকি ক্ষোভ উগরে দিয়েছেন সকলেই।
সম্প্রতি ১০০ পর্ব পার করেছে ডায়মন্ড-হৃদান ওরফে অয়ন এবং ডোনার জুটি। কিন্তু ধারাবাহিক বন্ধ হওয়ার খবর নিয়ে যদিও চ্যানেল বা প্রযোজনা সংস্থা থেকে এখনও চূড়ান্ত কিছু জানানো হয়নি। সম্প্রতি ধারাবাহিকে দেখানো হয়েছে, বোমা বিস্ফোরণে আহত হৃদান, এমনকী স্মৃতিশক্তি হারিয়েছে সে। এবার নতুন ট্র্যাক শুরু হওয়া মাত্রই ধারাবাহিক শেষ হওয়ার খবর ছড়িয়েছে। এবার সেই বিষয়ে মুখ খুললেন অভিনেতা অয়ন ঘোষ। তিনি জানালেন যে বন্ধ হওয়ার জল্পনা সোশ্যাল মিডিয়ায় ছেয়ে গিয়েছে। তবে এই বিষয়ে এখনও পর্য়ন্ত চ্যানেল বা প্রোডাকশন হাউসের তরফে টিমকে কিছু জানানো হয়নি। আর অফিসিয়্যাল কনফার্মেশন না পেলে এই মুহূর্তে কারোর পক্ষে কোনো মন্তব্য করা সম্ভব নয়।
কী বলছেন অভিনেতা অয়ন?
তিনি আরও বলেন যে, “আমি খুবই কৃতজ্ঞ দর্শকদের এত সাপোর্ট পেয়ে। আমাদের প্রজন্ম, কিংবা যারা আমাদের চেয়েও ছোট তারা আমাদের এই সিরিয়ালটা দেখতে খুব পছন্দ করে। আর এটাই লিড চরিত্রে আমার প্রথম মেগা। তিন মাস আগে থেকে আমার জন্মদিনের সেলিব্রেশন প্ল্যান করছে, এটা বড় প্রাপ্তি। এইমুহুর্তে কোথাও গিয়ে মনে হয়, এই বন্ধুত্ব-খুনসুটি-প্রেমের গল্প ওদের মন ছুঁয়ে গেছে।’ শুরু থেকেই সুপারহিট জুটি হয়ে আসছে হৃদান-ডায়মন্ড। তাইতো TRP তালিকায় শুভ বিবাহের থেকে এই ধারাবাহিক পিছিয়ে থাকলেও ওটিটি-তে এই শো-এর জনপ্রিয়তা প্রবল।
তবে এখন প্রশ্ন হল সত্যিই কি আদৃত এর নয়া ধারাবাহিক ‘মিত্তির বাড়ি’ জায়গা দখল করে নেবে ‘ডায়মন্ডদিদি জিন্দাবাদ’ এর ধারাবাহিক? তবে শুধু এই ধারাবাহিক নয়, আরও দুই ধারাবাহিক নিয়ে এখনও জটলা পাকছে দর্শকদের মনে। কারণ এই মুহূর্তে রাত ৯.৩০ থেকে ১১.০০টার স্লটে মাত্র দুটো মেগা সম্প্রচারিত হয় জি বাংলায়। এবং টিআরপি-তে একদম কমে আছে মিঠিঝোরা এবং মালাবদল। সেক্ষেত্রে এই দুই ধারাবাহিকও বাতিলের তালিকায় থাকলেও থাকতে পারে।