এতটা নিষ্ঠুর! পবনদীপকে হাসপাতালে দেখতে না যাওয়ায় রোষের মুখে অরুণিতা

Published on:

সৌভিক মুখার্জী, কলকাতা: গলায় সুরেলা সুর, আর চোখে চোখ! ইন্ডিয়ান আইডলের মঞ্চ থেকেই শুরু হয়েছিল পবনদীপ রাজন (Pawandeep Rajan) ও অরুণিতা কাঞ্জিলালের বন্ধুত্ব। কেউ কেউ মনে করতো, সেটা প্রেমের সম্পর্ক পর্যন্তও গড়িয়েছিল। স্টেজ পারফর্ম্যান্স থেকে রিয়েলটি শো, দুজনকেই দেখা গিয়েছে বহুবার এক পর্দায়। আর দর্শকরা ধরেও নিয়েছিলেন, তারা যুগলবন্দী। তবে সময় যে বদলেছে, সাথে সম্পর্কের রংও বদলেছে। আর তারই প্রমাণ মিলছে হাতেনাতে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ভয়াবহ দুর্ঘটনায় হাসপাতালে পবনদীপ

কয়েকদিন আগে এক মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েন ইন্ডিয়ান আইডল সিজন 12-র বিজেতা পবনদীপ রাজন। আপাতত তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। কখনো হাসপাতালের বেডে বসেই গান গাইতে দেখা যাচ্ছে তাকে, আবার কখনো দাবা খেলতে দেখা যাচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, ধীরে ধীরে রিকভার করছেন তিনি। কিন্তু এই কষ্টের মাঝেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠছে – অরুণিতা কোথায়?

বন্ধুকে পাশে পেলেন না পবনদীপ?

পবনদীপ ও অরুণিতার বহু ফ্যান পেজে এখন একটাই প্রশ্ন উঠছে যে, অরুণিতা কি তাহলে তার বন্ধুকে ভুলে গেলেন? এমনকি ট্রোল বা বিদ্রুপও করা হচ্ছে অরুণিতা কাঞ্জিলালকে। কেউ কেউ লিখছেন, এমন অকৃতজ্ঞ মেয়ের সঙ্গে সম্পর্ক না রাখায় ভালো।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আবার কারোর বক্তব্য, পবনদীপের সঙ্গে চার বছর কাটিয়ে আজ একটু সময়ও পেলেন না হাসপাতলে গিয়ে তার পাশে দাঁড়ানোর? আর এই সমস্ত মন্তব্যে যেন নেটপাড়াকে আরো উত্তাল করে তুলছে।

আরও পড়ুনঃ ৭০ বছরের সম্পর্কের অবসান! এই রুটে বন্ধ হচ্ছে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট, দুঃসংবাদ বাঙালিদের জন্য

অরুণিতার তরফ থেকে আসলো উত্তর

তবে এইসব কাদা ছোঁড়াছুড়ির মাঝে অরুণিতার ম্যানেজার এক বিবৃতি দিয়েছেন আনন্দবাজার পত্রিকায়। সেখানে জানানো হয়েছে, পবনদীপ কথা বলার মত অবস্থাতেই ছিল না। তাই সংবাদমাধ্যম থেকেই অরুণিতা খোঁজ নিচ্ছিলেন। তিনি রেকর্ডিং-এ ব্যস্ত ছিলেন। হাসপাতালে গিয়ে তাকে বিরক্ত করতে চাননি। তবে তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন, যেন পবনদীপ খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন। 

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group