অনুরাগের ছোঁয়া নয়, স্টার জলসার নায়কের সঙ্গে Zee Bangla-র সিরিয়ালে দিতিপ্রিয়া

Published on:

ditipriya roy rahul majumdar

শ্বেতা মিত্র, কলকাতাঃ ফের একবার সংবাদ শিরোনামে উঠে এলেন বিখ্যাত বাঙালি অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। বিগত কয়েক বছর ধরে ছোট পর্দা হোক কিংবা বড় পর্দা নিজের অভিনয় যাদুতে সকলকে মাত করে দিয়েছেন তিনি। শুধু তাই নয় বাঘা বাঘা অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে তালে তাল মিলিয়ে দিতিপ্রিয়াকেও রীতিমতো চুটিয়ে অভিনয় করতে দেখা গিয়েছে। তবে অভিনেত্রী ছোটপর্দা কবে ফিরবেন সেই নিয়ে বারবার প্রশ্ন উঠছিল। মাঝে অনুরাগের ছোঁয়া সিরিয়ালে তার প্রত্যাবর্তন হবে বলে জানা গিয়েছিল। যদিও ব্যক্তিগত কারণ দেখিয়ে সেই সিরিয়াল থেকে তিনি সরে যান।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

তবে আর লুকোচুরি নয় এবার জি বাংলার আসন্ন একটি বিখ্যাত মেগায় দিতিপ্রিয়াকে দেখা যেতে পারে বলে শোনা যাচ্ছে। অন্তত টলি পাড়া সূত্রে এমনই জানা যাচ্ছে। এদিকে তার বিপরীতে যে অভিনেতা রয়েছেন তাকে নিয়েও এখন সকলের আলোচনা। এখন আপনিও কি জানতে ইচ্ছুক যে দিতিপ্রিয়া কোন সিরিয়ালের হাত ধরে ছোট পর্দায় ফিরছেন? কিংবা তার বিপরীতে অভিনেতাই বা কে? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির উপর।

ছোটপর্দায় ফিরছেন দিতিপ্রিয়া?

এমনিতে যত সময় করছে ততই  টিআরপি রেটে নিজেদের দাপট দেখিয়ে চলেছে জি বাংলার সিরিয়ালগুলি। শুধু তাই নয় একের পর এক সিরিয়াল এনে দর্শকদের রীতিমতো চমকে দেওয়ার কাজ করছে চ্যানেল কর্তৃপক্ষ। সামনে আসছে মিত্তির বাড়ি থেকে শুরু করে পরিণীতা। শুধু এখানেই শেষ নয়, এবার আসছে SVF এর নতুন একটি মেগা। আর সেখানেই নাকি দেখা যাবে দিতিপ্রিয়াকে। আর হিরোর ভূমিকায় থাকছেন স্টার জলসার বিখ্যাত মেগা হরগৌরী পাইস হোটেলের ‘শঙ্কর’ খ্যাত রাহুল মজুমদার।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

হ্যাঁ ঠিকই শুনেছেন। এতদিন তাঁকে স্টার জলসার বিখ্যাত কিছু মেগা যেমন দেবী চৌধুরাণী, ভাগ্যলক্ষ্মী, খুকুমণি হোম ডেলিভারি থেকে হরগৌরী পাইস হোটেলে দেখা গিয়েছিলে। তবে এবার নাকি জি বাংলার পর্দায় পা দিচ্ছেন রাহুল।

কী বলছেন রাহুল-দিতিপ্রিয়া?

তবে আসন্ন সিরিয়াল নিয়ে কিংবা রাহুল মজুমদার কেউ কিন্তু মুখ খুলতে চাননি। তবে টলিপাড়া সূত্রে খবর ইতিমধ্যে লুক টেস্ট হয়ে গিয়েছে। এদিকে অভিনেত্রী সাফ জানান, ‘আমার পছন্দের চরিত্র করে ছোটপর্দায় কাজ নিশ্চই করব। তবে জি বাংলায় ফেরা নিয়ে এখন কিছু বলা সম্ভব নয়’।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group