পার্থ সারথি মান্না, কলকাতাঃ ‘রানি রাসমণি’ চরিত্রে অভিনয়ের জেরে বাংলার প্রতিটা বাড়িতেই জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। ইতিমধ্যেই তাঁর প্রেমে পড়ার খবর প্রকাশ্যে এসেছে। গতবছর প্রথম প্রেমিকের সাথে পুজো কাটিয়েছেন। সেই পরিকল্পনা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছিলেন অভিনেত্রী নিজেই। যদিও মনের মানুষের নাম কিন্তু এখনও গোপনেই রয়েছে। তবে এবার এক সাক্ষৎকারে উঠে এল বিয়ের প্রসঙ্গ।
প্রেমে পড়ে বদলেছেন জীবন?
জীবনের প্রেম আসার পর কিছুটা পরিবর্তন যে আসবে সেটা আশা করাই যায়। এক্ষেত্রে দিতিপ্রিয়াও ব্যতিক্রমী নন। তাহলে একেরপর এক প্রজেক্টের কাজের মাঝে কিভাবে লাভ লাইফ ম্যানেজ করছেন অভিনেত্রী? এই প্রশ্নের উত্তরে জানালেন, এই পর্বটা আমার জীবনের খুবই ভালো একটা সময়। কাজের সাথে ব্যালেন্স করে পড়াশোনাটাও চালাচ্ছি। প্রেমের কারণে কোনো ডিস্ট্রাকশন আসেনি। ছোট বেলায় শুনতাম, ‘শুটিং করছিস, লেখাপড়াটা হবে না’। এদিকে এসব শুনতে শুনতেই মাস্টার্স ফাইনাল ইয়ার হয়ে গেল। কি ডিস্ট্রাকশন তো এল না, তাই প্রেমের ক্ষেত্রেও মনোযোগ হারাইনি।
মানুষ হিসাবে কেমন প্রেমিক?
এদিন নিজের প্রেমিকের সম্পর্কে বলতে গিয়ে দিতিপ্রিয়া জানান, ‘তাঁকে তাঁর মত করেই ভালো লাগে। আসলে সেই মানুষটাকেই সম্পূর্ণ ভালো লাগে। খুবই ভালো মনের মানুষ সে’। এরপরেই আসে প্রত্যাশিত বিয়ের প্রসঙ্গ।
বিয়ে নিয়ে মুখ খুললেন দিতিপ্রিয়া
প্রেম করছেন ঘোষণা করার পর থেকেই নেটিজেনদের মধ্যে কৌতূহল তুঙ্গে কে হবেন নায়িকার মনের মানুষ। এদিকে দেখতে দেখতে ২৩ বছরে পা দিয়েছেন দিতিপ্রিয়া। তাই এবার সোজা কবে বিয়ে করছেন সেই প্রশ্নও করতে শুরু করেছেন ভক্তদের অনেকেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে নিজের মন্তব্য জানিয়েছেন অভিনেত্রী। তাঁর মতে, ‘আরও একটু ভালোভাবে নিয়ে পায়ে দাঁড়াতে চাই। আমার প্রেমিককেও তাঁর পায়ের নিচের মাটি শক্ত করতে হবে’।
প্রসঙ্গত, দীর্ঘদিন ছোটপর্দা থেকে দূরে থাকলেও ফের একবার কামব্যাক করছেন দিতিপ্রিয়া। জি বাংলার পর্দায় জিতু কমলের সাথে জুটি বাঁধতে চলেছেন ‘তোমায় ভালোবেসে’ ধারাবাহিকে। ইতিমধ্যেই প্রোমো রিলিজ হয়েছে যেটা বেশ পছন্দ হয়েছে দর্শকদের। আশা করা হচ্ছে শীঘ্রই সিরিয়ালের সম্প্রচারের দিনক্ষণ ঘোষণা করা হবে চ্যানেলের তরফ থেকে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |