শত চেষ্টা করেও TRP-তে নেই নাম! অবশেষে বন্ধের মুখে জি বাংলার জনপ্রিয় মেগা

Published on:

zee bangla puber moyna

সহেলি মিত্র, কলকাতা: কোন সিরিয়াল কতটা ভালো চলছে, সেটা বলে একমাত্র প্রতি সপ্তাহের প্রকাশ পাওয়া TRP। এই টিআরপি যদি ভালো না হয় তাহলে কোনো সিরিয়ালেরই পথচলা বেশিদিন স্থায়ী হয় না। যতই ভালো গল্প হোক কিংবা স্টারকাস্ট ভালো থাকুক, TRP কম থাকলে বেশিদিন সেটা চলবে না। এবারও তাই হল। এবার কপাল পুড়তে চলেছে জি বাংলার এক জনপ্রিয় মেগার। এদিকে জনপ্রিয় মেগা বন্ধ হওয়ার খবরে মন খারাপ বহু দর্শকের। যাইহোক, এখন নিশ্চয়ই ভাবছেন যে কোন সিরিয়ালের পথচলা শেষ হচ্ছে? জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।

বন্ধ হচ্ছে জি বাংলার জনপ্রিয় মেগা

আপনার মনেও নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে কোন সিরিয়াল বন্ধ হওয়ার মুখে? তাহলে জানিয়ে রাখি, সেই সিরিয়ালের নাম হল ‘পূবের ময়না’ (Puber Moyna)। ২০২৪ সালের জুন মাসে এই মেগার পথচলা শুরু হয়। কলকাতার রোদ্দুর ও বাংলাদেশের ময়নার গল্প এই মেগায় দেখানো হচ্ছে। দুজনের জুটি বেশ পছন্দও করেছেন দর্শকরা। তবে আচমকাই যেন ছন্দপতন। নাকি বন্ধ হওয়ার মুখে এই মেগা।

এর আগে পূবের ময়না টিআরপির অভাবে বন্ধ হয়ে গিয়েছিল। যদিও দর্শকদের পীড়াপীড়িতে ফের একবার কামব্যাক হয় রোদ্দুর ও ময়নার জুটির। কিন্তু ফিরে এসেও খাস কিছু কামাল করে দেখাতো পারল না মেগা। স্টার জলসার দুই শালিকের টিআরপির কাছে মুখ থুবড়ে পড়েছে এটি। দুপুরের স্লটে পাঠানো হলেও রেটিং দিনদিন খারাপ হয়ে যাচ্ছে বলে খবর। জানা যাচ্ছে, রোদ্দুর আর গুঞ্জার বিয়ে ভেঙে যাবে, আর রোদ্দুরের সঙ্গে পুণরায় ময়নার বিয়ে দিয়েই নাকি শেষ করা হবে জি বাংলার এই ধারাবাহিকটি।

আরও পড়ুনঃ থাকবে ট্রিপল রোল, হবে টাইম ট্রাভেল! Krrish 4-এ রেকর্ড গড়তে চলেছে হৃত্বিক রোশন

বন্ধের মুখে পূবের ময়না?

‘পুবের ময়না’-য় দেখানো হয়, উত্তর কলকাতায় বসবাসকারী এক অনন্য ও সমৃদ্ধ যৌথ পরিবারের যুবক রোদ্দুর দাশগুপ্তের গল্প। অন্যদিকে ময়না বাংলাদেশের এক ডানপিটে মেয়ে। দুর্গাপুজোর উৎসবের সময় রোদ্দুর নদী থেকে ডুবন্ত ময়নাকে উদ্ধার করে। রোদ্দুর যখন ময়নাকে ডাক্তার হিসাবে চিকিত্সা করার জন্য তার বাড়িতে নিয়ে আসে এবং জানতে পারে ময়নার আসল পরিচয়। এরপর গল্প ধীরে ধীরে এগোতে থাকে। যদিও এখন শোনা যাচ্ছে, মেগাটি বন্ধ হওয়ার মুখে। তবে আগামী দিনে কী হয় এখন সেটাই দেখার।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥