জি বাংলার স্লটে মেগা বদল! নতুন সময়ে আসছে ‘মিত্তির বাড়ি’, কোন গোপনে, দাদামণি

Published on:

zee bangla serial

সহেলি মিত্র, কলকাতাঃ বাংলা সিরিয়ালগুলির টিআরপি এসেছে এক সপ্তাহও হয়নি। এরই মাঝে জি বাংলার সিরিয়ালগুলির বিরাট বদল ঘটল। বলা ভালো স্লট বদল হয়ে গেল। কারণ আসছে ‘দাদামণি’। হ্যাঁ ঠিক শুনেছেন। প্রতীক সেনের নয়া ধারাবাহিক ‘দাদামণি’-কে জায়গা করে দিতে বহু সিরিয়ালের সময় বদলে দেওয়া হল। মনে করা হচ্ছিল, এই নতুন মেগার আগমণের ফলে বেশ কিছু সিরিয়ালের পথচলা হয়তো শেষ হয়ে যাবে। কিন্তু সেগুড়ে বালি। আসলে জি বাংলার অন্যতম দুটি ইউএসপি মেগা ‘মিত্তির বাড়ি’ এবং ‘কোন গোপনে মন ভেসেছে’ মেগার সময় বদলে দেওয়া হয়েছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

জি বাংলার স্লটে মেগা বদল

জানা গিয়েছে, আগামী ৭ জুলাই অর্থাৎ সোমবার থেকে প্রতীক সেন ও অনুষ্কা চক্রবর্তীর ‘দাদামণি’ শুরু হচ্ছে। এটিকে রাত ৮:৩০ টায় জায়গা করে দেওয়া হয়েছে। এদিকে এই সিরিয়ালের কারণে একদিকে যেমন মিত্তির বাড়ি থেকে শুরু করে রণজয় বিষ্ণু এবং শ্বেতা ভট্টাচার্যের কোন গোপনে মন ভেসেছে-র সময় বদলাচ্ছে, ঠিক সেভাবেই শেষ হচ্ছে ‘মিঠিঝোরা।’ ইতিমধ্যে এই মেগার শেষ দিনের শ্যুটিং শেষ হয়েছে। ২ বছরেরও কম সময়ের মধ্যে এই মেগার বন্ধ হয়ে যাওয়ার খবরে বেজায় মন খারাপ সকলের। যাইহোক, চলুন এক নজরে দেখে নেবেন সিরিয়ালগুলির নতুন স্লট।

আরও পড়ুনঃ ধেয়ে আসছে ভারী বৃষ্টি, সঙ্গে বজ্রঝড়! তুলকালাম হবে দক্ষিণবঙ্গের ৮ জেলা

সাড়ে ৫টায় দেখানো হবে কুসুম, ৬টার সময়ে তুই আমার হিরো, সাড়ে ৬টায় চিরদিনই তুমি যে আমার, ৭টার সময় জগদ্ধাত্রী, সাড়ে ৭টায় ফুলকি, রাত ৮টায় পরিণীতা, সাড়ে ৮টায় দাদামণি, ৯টার সময়ে কোন গোপনে মন ভেসেছে, সাড়ে ৯টায় আনন্দী এবং ১০.১৫ মিনিটে দেখানো হবে মিত্তির বাড়ি।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

মিত্তির বাড়ি নিয়ে বড় আপডেট

বহু দর্শক এমন রয়েছেন যারা কিনা মিত্তির বাড়ি সিরিয়ালের স্লট বদল নিয়ে খুশি নন। মুখ্য চরিত্রে অভিনয় করা খোদ অভিনেতা আদৃত রায়ও এই নিয়ে কটাক্ষ করেছেন। তিনি নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘The show is on Ventilator!! Do watch it at 10:15 pm!
No! Instead get some sleep’ । অর্থাৎ সিরিয়ালের টিআরপি খারাপ হওয়ায় তিনি এটিকে ভেন্টিলেটর বলেছেন বলে মনে করছেন অনেকে।’

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group